• দীপাবলি-ছটে ঘরে ফিরছিলেন, ট্রেনে উঠতে গিয়েই শেষ হয়ে গেল সব, ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে একের পর এক মৃত্যু
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি-ছট। পরপর উৎসব, উদযাপন। উৎসবের মরসুমে ঘরে ফেরার তাড়া। আর বিপদ ঘটল তাতেই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনে উঠতে গিয়ে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

    স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাসিক রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার  কারণ, হুড়োহুড়িতে ট্রেনে উঠতে গিয়েছিলেন যাত্রীরা। মুম্বই থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেস স্টেশনে আসতেই ভিড় নিয়ন্ত্রণ হারায় মুহূর্তে, ট্রেনে উঠতে গিয়ে তিনজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। 

    তবে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই কর্মভূমি এক্সপ্রেস মূলত নাসিক স্টেশনে থামে না। কিন্তু এদিন ওই স্টেশনে ঢোকার পর ট্রেনের গতি অতি কম থাকায় অনেকেই দ্রুত ওঠার চেষ্টা করেন। বিপত্তি ঘটে সেখানেই। প্রবল ধাক্কাধাক্কিতে গুরুতর জখম হন তিনজন। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃতদের নাম-বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহত এক ব্যক্তির গয়াওয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বলেও জানা গিয়েছে। খবর পাওয়ার পর, নাসিক রোড থানার সিনিয়র ইন্সপেক্টর জিতেন্দ্র সাপকালে-এর নির্দেশনায় পুলিশ সাব-ইন্সপেক্টর মালি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন। 

    শনিবার রাতের আগে, রেল-বিপত্তি ঘটে শনিবার সকালেও। পাঞ্জাবে ট্রেনে আগুন লাগে। অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের কয়েকটি কামরায় আগুন লেগে যায়। কামরাগুলিতে দাউদাউ করে জ্বলতে থাকে। সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুলস্থুল পড়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত পদক্ষেপ নেয় রেল। কোনও হতাহতের খবর নেই।

    এই অগ্নিসংযোগের ঘটনায় পর ফের রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রেলের তরফে জানানো হয় 'সকাল সাড়ে সাতটা নাগাদ গরীব রথে আগুন লাগার ঘটনাটি নজরে আসে। সঙ্গেই সঙ্গেই যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। আগুনও দ্রুত নিভিয়ে ফেলা হয়। ট্রেনটিকে শীঘ্রই গন্তব্যে পাঠানো হবে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।'
  • Link to this news (আজকাল)