• কলকাতা-কাঠমান্ডু সরাসরি বিমান পরিষেবা চালু, পর্যটকদের মনে খুশির জোয়ার...
    আজকাল | ১৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নেপালের বেসরকারি বিমান সংস্থা বুদ্ধ এয়ার এক বছর পর আবারও কলকাতা ও কাঠমান্ডুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করল। রবিবার, ১৯ অক্টোবর থেকে এই উড়ান পরিষেবা আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ ও নেপালের রাজধানীর মধ্যে সরাসরি আকাশপথে সংযোগ আবারও স্থাপিত হল, যা পর্যটন ও বাণিজ্যের ক্ষেত্রে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

    এই রুটে শেষবার পরিষেবা চালু করেছিল এয়ার ইন্ডিয়া, কিন্তু ২০২৪ সালের অক্টোবরে তা স্থগিত হয়ে যায়। এরপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা ঘোষণা করলেও, এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। ফলে কলকাতা থেকে কাঠমান্ডু যেতে হলে যাত্রীদের এতদিন দিল্লি ঘুরে নেপাল পৌঁছাতে হতো।

    বুদ্ধ এয়ার এবার সপ্তাহে তিন দিন—রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার—এই রুটে উড়ান চালাবে। সংস্থাটি ব্যবহার করবে তাদের নির্ভরযোগ্য ATR 72 মডেলের বিমান। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৮টা ৩৫ মিনিটে কাঠমান্ডু থেকে কলকাতায় অবতরণ করবে এবং ৯টা ২০ মিনিটে কলকাতা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবে। যাত্রার সময়কাল হবে প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট।

    এর আগে ২০১৯ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত বুদ্ধ এয়ার কলকাতা-রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক যাতায়াত বন্ধ হয়ে গেলে সেই পরিষেবা বন্ধ করতে হয়। এক বছরব্যাপী বিরতির পর সংস্থাটি এবার পুনরায় এই রুটে ফিরে এল, নতুন সূচি ও পর্যটন পরিকল্পনা নিয়ে।

    বুদ্ধ এয়ারের সহযোগী সংস্থা বুদ্ধ হলিডেজ এবার ভারতের পর্যটকদের জন্য এবং নেপালি ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। ভারতের উদ্দেশ্যে আউটবাউন্ড প্যাকেজ হিসেবে থাকবে জনপ্রিয় ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য—জগন্নাথপুরী দর্শন, সুন্দরবন ভ্রমণ, গঙ্গাসাগর তীর্থযাত্রা ইত্যাদি। অন্যদিকে ইনবাউন্ড প্যাকেজ হিসেবে ভারতীয় পর্যটকদের জন্য নেপালের অনন্য দর্শনীয় স্থানগুলিকে তুলে ধরা হয়েছে—পশুপতিনাথ মন্দির, বিভিন্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মুক্তিনাথ দর্শন, অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক, পোখরা, এবং নেপালের ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো।

    বুদ্ধ এয়ারের কর্ণধাররা আশা করছেন, এই নতুন সংযোগ দুই দেশের মধ্যে পর্যটন, আধ্যাত্মিক ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। বিশেষত, যারা দিল্লি ঘুরে নেপাল যেতেন তাদের জন্য এটি সময় ও অর্থ—দুই দিক থেকেই সুবিধাজনক হবে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২ লক্ষ ভারতীয় পর্যটক নেপাল ভ্রমণ করেন, এবং কলকাতা এই যাত্রীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এখন সরাসরি ফ্লাইট শুরু হওয়ায় সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

    এছাড়াও, বুদ্ধ এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভবিষ্যতে এই রুটে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও করছে। করোনা-পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভ্রমণ ও পর্যটনে নতুন প্রাণ সঞ্চার করতে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিমান শিল্প বিশেষজ্ঞরা।
  • Link to this news (আজকাল)