• কালো পোশাক ও মুখে মাস্ক! বিহারের রাজনীতিতে নতুন প্রতিভা পুষ্পম প্রিয়া চৌধুরী
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • পাটনা, ১৯ অক্টোবর: মুখে কালো মাস্ক, গায়ে কালো পোশাক। বিহারের রাজনীতিতে এক নতুন রাজনৈতিক ব্যক্তিত্বের আবির্ভাব। নাম পুষ্পম প্রিয়া চৌধুরী। বিহারের বিধানসভা নির্বাচনে এখন সবচেয়ে চর্চিত নাম। পাটনার রাজনীতিতে রয়েছে বহু বাহুবলি ও জনপ্রিয় নেতা। তাঁদের ভিড়েই মূল চর্চার কেন্দ্রবিন্দুতে এখন পুষ্পম প্রিয়া। কে তিনি? পুষ্পম প্রিয়া জেডিইউয়ের প্রাক্তন নেতা বিনোদ কুমার চৌধুরীর কন্যা। তাঁর ঠাকুরদার নাম উমাকান্ত চৌধুরী। তিনি একজন অধ্যাপক ছিলেন এবং বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ। উমাকান্ত চৌধুরী বিহারে সমতা পার্টি তৈরির অন্যতম কারিগর। পুষ্পম প্রিয়ার কাকা বিনয় কুমার চৌধুরী জেডিইউয়ের বর্তমান বিধায়ক। ২০২০-তে বেনিপুর বিধানসভা থেকে ভোটে জেতেন তিনি। ১৯৮৭ সালের ১৩ জুন জন্ম পুষ্পম প্রিয়ার। বিহারের দ্বারভাঙাতেই পড়াশোন করেন। পরে পুনে থেকে স্নাতক হন। বিদেশে গিয়ে আরও পড়াশোনা করেন তিনি। ব্রিটেনে সাসেক্স বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে উচ্চশিক্ষা রপ্ত করেন পুষ্পম প্রিয়া। তারপরেই দেশে তথা বিহারে ফেরেন। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি বিহার সরকারের পর্যটন ও স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা হিসেবে কাজ করেন। ২০২০ সালের ৮ মার্চ রাজনৈতিক দল খোলেন পুষ্পম প্রিয়া। রক্তে রয়েছে রাজনীতি।শুধুমাত্র বিহারের জনতার উন্নয়নের জন্যই এই পদক্ষেপ বলে জানান তিনি। জাতপাত, ধর্মকে বাদ দিয়ে বিহারে সুস্থ রাজনীতি করার লক্ষ্যে ময়দানে নামেন পুষ্পম প্রিয়া। তাঁর দলের নাম ‘দ্য প্লুরালস পার্টি’। ২০২০ সালেই দলের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে দেরি হওয়ায় ২৪৩ আসনে ভোটে লড়তে পারেন নি তিনি। তবে এবারের বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই লড়ছে তাঁর দল। পুষ্পম প্রিয়া ভোটে লড়ছেন দ্বারভাঙা থেকে। তিনিই দলের মুখ্যমন্ত্রী প্রার্থী। পুষ্পম প্রিয়া জানিয়েছেন, ভোটে জিতলে তবেই তিনি মুখ থেকে মাস্ক খুলবেন। দলের বেশিরভাগ প্রার্থীই মহিলা। পুষ্পম প্রিয়ার মতে নীতীশ কুমার বিহারের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। প্রশান্ত কিশোরের রাজনীতিতে আসা উচিত হয়নি। রাহুল গান্ধীর তুলনায় অখিলেশ যাদবকে অনেক বেশি পরিণত নেতা বলে মনে হয় তাঁর। 
  • Link to this news (বর্তমান)