• কালীপুজোর আগেই আংশিক মেঘলা আকাশ, আজ, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
    বর্তমান | ১৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা বাড়ছে রাজ্যের। তাই শীতের আমেজ উধাও হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর কালীপুজোতে অস্বস্তিকর আবহাওয়া পেতে চলেছে বঙ্গবাসী। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী ২১ অক্টোবর একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে চলে আসতে পারে। যার ফলে দক্ষিণ ভারতে অর্থাৎ পুদুচেরী, তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   
  • Link to this news (বর্তমান)