‘মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবেই’, ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবের আশ্বাসবাণী
দৈনিক স্টেটসম্যান | ১৯ অক্টোবর ২০২৫
ঘাটাল মাস্টারপ্যান নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা সাংসদ দেব। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবেই বলে জানিয়ে দিলেন ঘাটালের সাংসদ। ঘাটাল শহরের টাউন হলে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে এদিন বৈঠক হয়। সেখানে দেব ছাড়া ছিলেন মন্ত্রী শিউলি সাহা, দুই বিধায়ক মমতা ভূঁইয়া, অরূপ ধাড়া এবং মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ আরও অনেকে।
বৈঠক শেষ হওয়ার পর সাংসদ বলেন, ‘যেভাবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগোচ্ছে আমি সন্তুষ্ট। অনেকটা কাজ এগিয়েছে। খুব তাড়াতাড়ি নদী ও খালগুলির ড্রেজিংয়ের কাজ শুরু হবে। বেশ কয়েকটি কংক্রিটের সেতুর জায়গা পরিদর্শনের কাজ চলছে। আমি নিশ্চিত, যথাসময়েই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে।‘ তিনি আরও বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দিদি আমাকে কথা দিয়েছিলেন। কথা রাখছেন দিদি।‘
ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বিজয়া সম্মিলনীতে যোগ দেন সাংসদ দেব। সেই সঙ্গে ঘাটাল উৎসব ও শিশুমেলা কমিটি গঠনের সভায়ও যান তিনি। মেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহকুমাশাসক সুমন বিশ্বাসকে। আর যুগ্ম সম্পাদক হয়েছেন দেব ও পুর চেয়ারম্যান তুহিনকান্তি বেরা।
ঘাটালে শীলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদের শাখা নদী ঝুমির প্রভাবে ফি বছর বন্যা হয়। অনেক আগে ভূস্বামীরা এই নদীগুলির বন্যা ঠেকাতে সার্কিট বাঁধ দিয়েছিল। নীচু এলাকাগুলিকে বন্যার হাত থেকে রক্ষা করতে আবাদি জমি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে সেই বাঁধগুলি রয়ে গেছে। এই জমিদারি বাঁধগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর হয়ে পড়েছে। এই বাঁধগুলি ভেঙেই ঘাটালে ফি বছর বন্যা হয়।
উল্টোদিকে জোয়ারের সঙ্গে আসা পলি নদীতেই জমতে থাকে। এর ফলে নদীর জলধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। প্রতি বছর বন্যার প্রবণতাও বাড়তে থাকে। এই সমস্যা মেটাতেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা ভাবা হয়। ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র কোনও আর্থিক সাহায্য দেয়নি বলেও অভিযোগ উঠেছে। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্যের তরফে ১ হাজার ২৫০ কোটি টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে আর বানভাসি হতে হবে না ঘাটালবাসীকে। রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে। চব্বিশের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী দেবকে পাশে বসিয়ে আরামবাগ থেকে এই আশ্বাস দিয়েছিলেন। সেই অনুযায়ী ধাপে ধাপে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগোচ্ছে ।