দু’টি মালবোঝাই গাড়ির সংঘর্ষের জেরে বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। রবিবার সকালের ঘটনা। রাস্তার পাশে খড়ের গাদা থাকায় আগুন বেশ বড় আকার নেয়। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, মোরাম বোঝাই একটি ডাম্পার তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। সেই সময় ১৮ চাকার পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই ডাম্পারটিকে। এর জেরেআগুন ধরে যায় ওই ১৮ চাকার ডাম্পারে। আচমকা এই ঘটনার জেরে সবংয়ের নীলা বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাশের খড়ের গাদা থাকায় মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ক্রমেই তা বিধ্বংসী আকার নেয়। কয়েক’শো মিটার দূর থেকেও দেখা যায় কালো ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, মূলত বেপরোয়া গতির জন্য প্রায় প্রতিটি দুর্ঘটনাই ঘটছে তাঁদের দাবি, রাতে ট্র্যাফিক পুলিশের টহল থাকলে এমন দুর্ঘটনা অনেকটাই কমবে। দু’টি ডাম্পারের চালক এবং খালাসি পলাতক, পুলিশ সূত্রে জানা গিয়েছে এমনটাই।