• তমলুকে পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ পঞ্চায়েত প্রধান ও সদস্যের, ছাব্বিশে জামানত বাজেয়াপ্তর হুঁশিয়ারি সায়নীর
    দৈনিক স্টেটসম্যান | ১৯ অক্টোবর ২০২৫
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত করার হুমকি দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। শনিবার বিকেলে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনীর আয়োজন করে। সায়নী ঘোষ ছাড়াও বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক তথা জেলা সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক তিলক চক্রবর্তী, সুকুমার দে, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।

    বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তমলুকের ব্লকের পদুমপুর ১ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দোলন মাইতি ও পঞ্চায়েত সদস্য নির্মল ক্যুইলা। ছাব্বিশের ভোটের আগে তমলুকে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের। এদিন বিজয়া সম্মিলনী থেকে সাংসদ সায়নী বলেন, কাজ করবেন মমতা আর তোমরা পাবে ক্ষমতা, এ আশা না রাখাই ভালো।

    ছাব্বিশে বিজেপির জামানত বাজেয়াপ্ত করার ডাক দেন সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। ছাব্বিশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন। আমাদের বাংলা বাঁচানোর লড়াই। বাঙালি এবং বাংলা ভাষাকে বাঁচানোর লড়াই। বিজেপি বাংলা বিদ্বেষী। বাংলা বললেই বাংলাদেশি তকমা দাগিয়ে দেওয়া হচ্ছে। দলকে আরও শক্তিশালী করার আহ্বান সাংসদ সায়নী ঘোষের।

    নির্বাচন যত এগিয়ে আসবে ইডি-সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি এবং বিজেপি নেতাদের বাংলায় আসা-যাওয়া বেড়ে যাবে বলে মন্তব্য করেন যাদবপুরের সাংসদ। বিজেপির বিরুদ্ধে কথা বললে হেনস্থা বাড়বে বলেও জানান তিনি। কর্মীদের উদ্বুদ্ধ করতে সায়নী বলেন আপনারা কেউ দমে যাবেন না। আপনাদের সঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আশ্বাস দেন সাংসদ।

    একুশের নির্বাচনে নন্দীগ্রাম হাতছাড়া হয় তৃণমূলের। ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রাম  যাতে তৃণমূলের হাতছাড়া না হয় সে কথা মাথায় রেখে মন্ত্রী মানস ভুঁইয়াও নেতা-কর্মীদের কড়া বার্তা দেন। তিনি বলেন, নন্দীগ্রামের ঘটনা এখন অতীত। এরপরে দল একটা কথাও শুনবে না। লড়াইয়ের জন্য বাহিনী প্রস্তুত করুন। কেউ কোনও অজুহাত মানবে না। তিনি আরও বলেন, কর্মীদের হাতজোড় করে বলব, আর মাত্র তিন মাস বাকি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে দিতে পারে। আপনারা প্রস্তুত হন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)