মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাদ্যায়। রবিবার বীণাপাণি দেবীর জন্ম দিবসে সমাজ মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বীণাপাণি দেবীর মূর্তিতে মাল্যদান করার একটি ছবি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘পিছিয়ে পড়া মানুষের দরদী ও সমগ্র বিশ্বের বঞ্চিত সমাজের মতুয়া তথা সকলের নয়নের মণি বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ এবং প্রণাম।‘
বড়মা-র জন্ম দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও। দলের সামাজিক মাধ্যমে পেজে বীণাপানি দেবীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করে লেখা হয়েছে, শ্রদ্ধেয় বড়মা বীণাপাণি দেবীর জন্ম দিবসে প্রণাম ও শ্রদ্ধা।
১৯১৮ সালে জন্মগ্রহণ করেছিলেন বড়মা বীণাপাণি দেবী। মতুয়া মহাসংঘের আন্দোলনের প্রধান নেত্রী। বীণাপাণি দেবী তাঁর আসল নাম হলেও তিনি মতুয়া সমাজে বড়মা বলেই পরিচিত। মতুয়াদের প্রাণ কেন্দ্র ঠাকুরনগরের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৯ সালে ৫ই মার্চ তিনি প্রয়াত হন।