RSS নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন, সেই প্রিয়াঙ্ক খাড়গের কেন্দ্রেই এবার সংঘের শোভাযাত্রা! অনুমতি আদালতের
প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএসকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। সেই কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্ক খাড়গের নিজের কেন্দ্রেই এবার রমরমিয়ে শোভাযাত্রা করবে সংঘ। কর্নাটক সরকার অনুমতি না দিলেও আদালতে গিয়ে মিছিলের অনুমতি জোগাড় করে নিল আরএসএস।
প্রিয়াঙ্ক খাড়গের নিজের কেন্দ্র চিত্তাপুর। সেই কেন্দ্রেই রবিবার মিছিল করার অনুমতি চেয়েছিল আরএসএস। কিন্তু প্রশাসন সেই অনুমতি দেয়নি। কর্নাটক সরকার যুক্তি দেয়, আরএসএস ওই এলাকায় মিছিল করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাছাড়া শুধু আরএসএস নয়, ওই এলাকায় আরও একাধিক সংগঠনের মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
শেষে মিছিলের অনুমতি চেয়ে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন আরএসএস নেতা অশোক পাটিল। তাঁর যুক্তি ছিল, প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ে যে যে বিষয়ে উদ্বেগপ্রকাশ করেছিল, সব বিষয়েই প্রশ্নের জবাব দিয়েছেন আয়োজকরা। শুধু রাজনৈতিক কারণে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। সেই সওয়াল শোনার পর, আদালত রবিবার না হলেও আগামী ২ নভেম্বর খাড়গের নিজের কেন্দ্রে আরএসএসের মিছিলের অনুমতি দিয়েছে। যা সংঘের জন্য নৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।
দিনকয়েক ধরেই কর্নাটকে আরএসএস নিষিদ্ধ হওয়া নিয়ে বিতর্ক চলছে। সে রাজ্যে আরএসএসকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র। সেই আর্জি পুরোপুরি না মানলেও ঘুরপথে সংঘের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে সিদ্দারামাইয়া সরকার। সচরাচর আরএসএসের শাখা সরকারি স্কুল-কলেজে চলে। স্বয়ংসেবকদের শরীরচর্চা বা অন্য কর্মসূচির জন্যও সরকারি সম্পত্তি ব্যবহৃত হয়। সে সব বন্ধ করে দিতে পারে কংগ্রেস সরকার। কংগ্রেসের দাবি, সরকারি সম্পত্তিতে কোনওভাবেই রাজনৈতিক কার্যকলাপ চলতে পারে না।