• বিহারে ২৫ আসনে প্রার্থী ঘোষণা ওয়েইসির এআইএমআইএমের! চাপে আরজেডি-কংগ্রেস?
    প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে একা চলার বার্তা দিয়েছিল এআইএমআইএম। এবার ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তারা। গত নির্বাচনে ২০ আসনে লড়েছিল তাঁর দল।

    রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এআইএমআইএম প্রধান ওয়েইসি। নিজের পোস্টে তিনি লেখেন, ‘এই হল বিহার বিধানসভা নির্বাচনে এআইএমআইএম প্রার্থীদের নাম। ইনশাআল্লাহ, আমরা আশা করছি বিহারের সবচেয়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব। এই তালিকাটি এআইএমআইএম বিহার ইউনিট তৈরি করেছে এবং এই বিষয়ে দলের জাতীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হয়েছে।’

    জানা গিয়েছে, এআইএমআইএম-এর বিহার ইউনিট বিধানসভা নির্বাচনের জন্য সিওয়ান কেন্দ্রে মহম্মদ কাইফ, গোপালগঞ্জ কেন্দ্রে আনাস সালাম, কিশানগঞ্জে অ্যাডভোকেট শামস আগজ, মধুবনিতে রশিদ খলিল আনসারি, আরারিয়ায় মহম্মদ মনজুর আলম-সহ ২৫ জন প্রার্থীর নামে অনুমোদন দিয়েছে।

    হায়দ্রাবাদের সাংসদ ওয়েইসির দাবি বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করছে এআইএমআইএম। বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস-আরজেডি জোট। ২০২০ সালে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি এবং উপেন্দ্র কুশওয়াহার প্রাক্তন দল আরএলএসপি-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ে এআইএমআইএম। উপেন্দ্র কুশওয়াহা রাষ্ট্রীয় লোক দল নামের নতুন দল গঠন করে এনডিএ-তে যোগ দিয়েছেন।

    গত নির্বাচনে ২০ আসনে লড়াই করে পাঁচ আসনে জেতে এআইএমআইএম। বিশেষজ্ঞদের ধারণা ওয়েইসির দল আসলে আরজেডি, কংগ্রেস এবং বামেদের ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে। এই দলগুলির মূল ভোটব্যাঙ্ক যাদব এবং মুসলিমরা। সিমাঞ্চলের বেশ কিছু আসনে মুসলিমদের আধিক্য রয়েছে। সেই অঞ্চলে এআইএমআইএম মুসলিম ভোটব্যাঙ্কের কিছুটা অংশও নিজেদের দখলে আনতে পারলে তা আসলে বিজেপি-কে সাহায্য করবে বলেই সকলের ধারণা।
  • Link to this news (প্রতিদিন)