বিধানসভা নির্বাচনের আগে অর্জুন-আচ্ছেলাল সাক্ষাৎ, নয়া সমীকরণের ইঙ্গিত কোন্নগরে
প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
সুমন করাতি, হুগলি: সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তাঁর আগেই দলদলের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। এবার নজরে, কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, উত্তরপাড়া-শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আচ্ছেলাল যাদব। আচ্ছেলাল যাদবের সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। এরপরেই ছাব্বিশের নির্বাচনের জল্পনা উসকে দিয়ে দলবদলের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।
উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দিলীপ যাদবের দাদা আচ্ছেলাল যাদব। লোকসভা ভোটের আগেও আচ্ছেলালের সঙ্গে অর্জুন সাক্ষাৎ হয়েছিল। যদিও, আচ্ছেলাল সেসময় বিজেপিতে যাননি। জানা গিয়েছে, অনেকদিন ধরেই সক্রিয় রাজনীতি বিশেষ করে তৃণমূল থেকে দূরে রয়েছেন আচ্ছেলাল। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আর্জুন সিং-এর সঙ্গে তাঁর সাক্ষাতে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। নির্বাচনের আগে কোন্নগর-উত্তরপাড়ায় রাজনৈতিক সমীকরণ বদলাবে কিনা তা সময় বলবে, জানিয়েছেন আচ্ছেলাল যাদব।
শুক্রবার শ্রীরামপুরে সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির কর্মসূচীতে যোগ দিতে এসেছিলেন অর্জুন সিং। সেখান থেকে ফেরার সময় কানাইপুরের প্রাক্তন প্রধান এবং তৃণমূল নেতা আচ্ছেলাল যাদবের অফিসে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। কিছুদিন ধরেই কোন্নগরের কানাইপুরে শাসক দলের অন্দরমহলে জল্পনা চলছে। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, কিছু প্রভাবশালী নেতা দলবদল করতে পারেন। এবার সেই জল্পনাই যেন আরও জোরালো হয়ে উঠল আচ্ছেলালের সঙ্গে বিজেপি নেতার সাক্ষাতে।
তবে এখনই দলবদলের বিষয়ে কোনও কথা বলতে চাননা সাবধানী আচ্ছেলাল। অর্জুন সিং-এর সঙ্গে দেখা করার প্রসঙ্গে আচ্ছেলাল বলেন, “এই মুহূর্তে আমি রাজনীতিতে নেই। অর্জুন সিং-এর সঙ্গে বহু দিনের পরিচয়। জেলাতেই কোথাও এসেছিলেন তাই আমার বাড়িতে এসে সৌজন্য সাক্ষাৎ করে গেছেন।” তবে ভবিষ্যতে তিনি দলবদল করবেন কিনা সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি তিনি।
তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন বলেন, “কেন গেছে, কী বৃত্তান্ত সেটা আচ্ছেলাল beযাদব বলতে পারবেন। আমি জানিনা। উনি এখন দলের কোনও পদে নেই।”