জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বেহাল রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছিল। এদিকে রাস্তার একাধিক জায়গায় খানাখন্দ, গর্ত। সেই খারাপ রাস্তায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে চালক দাঁড়িয়ে থাকা রোড রোলারে ধাক্কা মারে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কিশোরের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা দত্তপুলিয়া সড়কের চরমণ্ডল এলাকায়। দীপাবলির আগেই এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের নাম আকাশ মল্লিক। বাড়ি পাথুরিয়া এলাকায়। গতকাল শনিবার রাতে ওই কিশোর দত্তপুলিয়া এলাকা থেকে এক যুবকের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিল। দত্তপুলিয়া সড়কের বেহাল দশা বলে অভিযোগ। তবে কয়েক দিন হল ওই রাস্তা সারাই করার কাজ শুরু হয়েছে। কাজের জন্য রাস্তার পাশেই ছিল একটি রোড রোলার। রাস্তার গর্ত, খানাখন্দ বাঁচিয়েই ওই বাইক চালানো হচ্ছিল বলে খবর। কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গর্তের মধ্যে বাইকের চাকা পড়ে যাওয়ায় আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই রোড রোলারে বাইকটি গিয়ে ধাক্কা মারে বলে অভিযোগ। বাইক থেকে ছিটকে পড়ে ওই দু’জন। স্থানীয়রা দ্রুত সেখানে গিয়ে ওই দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। অন্য যুবক চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, খারাপ রাস্তার কারণে বারবার ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে। দুঃসংবাদ শোনার পরই ওই কিশোরের বাড়িতে কান্নার রোল উঠেছে। ম্লান হয়েছে এলাকার উৎসবের আনন্দ।