• মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক বাংলার ১৪ মৎস্যজীবী, দ্রুত মুক্তির দাবি পরিবারের
    প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক বাংলার ১৪ মৎস্যজীবী। ভুলবশত জলসীমা অতিক্রম করতেই তাঁদের আটক করা হয় বলে জানা যাচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রলারটিকেও। জানা গিয়েছে, বাংলাদেশে আটক ১৪ জনের মধ্যে কাকদ্বীপের ২ জন, হুগলির ২ জন ও বাকিরা কুলতলি এলাকার বাসিন্দা। ঘটনার খবর আসতেই উৎকন্ঠায় মৎস্যজীবীদের পরিবার। দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন তাঁরা। এই বিষয়ে সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন।  

    জানা গিয়েছে, ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ট্রলার কুলতলির সানকিজাহান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। প্রায় ১৪ জন মৎস্যজীবীর একটি দল ওই ট্রলারে ছিল বলে খবর। জানা যায়, মাছ ধরার সময় ভারতীয় ট্রলারটি জলসীমা অতিক্রম করতেই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজটি চিহ্নিত করে। এবং পরে ওই ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবীকেই আটক করা হয়। জানা যায়, আটক ট্রলারটিকে বাংলাদেশের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে‌। শুধু তাই নয়, ট্রলারে থাকা ইলিশ-সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রাতেই মোংলার ফেরিঘাটে বিক্রি করা হয় বলে খবর।

    ঘটনায় খবর এলাকায় পৌঁছতেই উদ্বেগে পরিবার। পরিবারের একমাত্র রোজগেরে বাংলাদেশে আটক! কীভাবে চলবে সংসার। ফলে এই বিষয়ে দ্রুত প্রশাসন জানতে হস্তক্ষেপ করে সেই দাবি জানাচ্ছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুটি এবং ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার একইভাবে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করেছিল বাংলাদেশ নৌবাহিনী। সেই রেশ কাটতে না কাটতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৎস্যজীবী মহলে।

    মৎস্যজীবীদের একাংশের দাবি, বাংলাদেশ এখন মাছ ধরা নিয়ে কড়াকড়ি করছে। আন্তর্জাতিক জলসীমায় মাছ ধরা চলাকালীনই ভারতীয় মৎস্যজীবীদের সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে সরকার যাতে ব্যবস্থা নেই সেই দাবিও জানিয়েছেন মৎস্যজীবীরা।
  • Link to this news (প্রতিদিন)