• মণ্ডপে চলছে উত্তম কুমারের সিনেমা, শোনা যাবে গানও! কালীপুজোয় অভিনব ভাবনা হাওড়ার এই ক্লাবের
    প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: মণ্ডপে ঢুকলেই দেখা যাবে চলছে উত্তম কুমারের বিভিন্ন সিনেমা। চারপাশে লাগানো মহানায়কের সিনেমার পোস্টার। এখানেই শেষ নয়, মণ্ডপে শোনা যাবে মহানায়কের সিনেমার নানা সংলাপও। এমনকী উত্তম কুমারের নিজের কণ্ঠে গাওয়া গানও শুনতে পাবেন দর্শনার্থীরা। মণ্ডপজুড়ে শুধুই উত্তম কুমার। ‘জন্ম শতবর্ষে মহানায়ক’, এই ভাবনাকে সামনে রেখে কালীপুজোর মণ্ডপকে এভাবেই সাজিয়ে তুলেছেন হাওড়ার চারাবাগানের নেতাজি সংঘ।

    একেবারে অন্য ধরনের একটি ভাবনাকে মাথায় রেখেই মণ্ডপসজ্জা উদ্যোক্তাদের। যা ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের। কচিকাঁচাদের সঙ্গে বহু প্রবীণ মানুষ মণ্ডপে বসে উত্তম কুমারের কালজয়ী সিনেমা উপভোগ করছেন।

    সংঘের সম্পাদক পিন্টু মণ্ডল বলছেন, ‘‘বাংলা তথা বাঙালির হৃদয়ে আজও উজ্জ্বল হয়ে আছেন উত্তম কুমার। তাঁর চলচ্চিত্র জীবনের না জানা অনেক কথা, ওনার অভিনীত প্রতিটা ছবির প্রতিচ্ছবি সংলাপ এবং ওনার নিজের কন্ঠের গাওয়া গান ও অভিনয় অডিও ভিস‌্যুয়ালের মাধ্যমে সমগ্র মণ্ডপে তুলে ধরা হয়েছে।” পুজো উদ্যোক্তার কথায়, ”এর আগে এই ধরনের ভাবনা কোনও ক্লাব করেনি। মহানায়ক উত্তম কুমার মানুষের মনের মধ্যে রয়েছেন। জন্ম শতবর্ষে মহানায়ককে স্মরণ করতেই এই উদ্যোগ।” শুধু তাই নয়, পিন্টু মণ্ডল জানিয়েছেন, ”মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে উত্তম কুমার অভিনীত সমস্ত ছায়াছবির গান পরিবেশন করা হবে।।”

    একেবারে অভিনব এই ভাবনাকে সিনেমাপ্রেমী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শহরজুড়ে উত্তম কুমারের ছবি দেওয়া বিভিন্ন পোস্টার এবং ব‌্যানারও দিয়েছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের কথায়, দীপান্বিতা অমাবস্যায় সিনেমাপ্রেমী মানুষের ভিড় আরও বাড়বে মণ্ডপে।
  • Link to this news (প্রতিদিন)