• উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস! কালীপুজোয় কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
    প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
  • নিরুফা খাতুন: রাত শেষ হলেই দেবী কালিকার আরাধনায় মাতবে বাংলা। আলোর রোশনাইয়ে ভাসবে প্রতিটি গলি। তার আগের দিন রবিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজ, রবিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন চার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    আজ, রবিবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত না হলেও আকাশ মেঘলা থাকবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার পাওয়া যাবে। কালীপুজো, দিওয়ালি ও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গের পাশাপাশি রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কথা বলেছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে আবহাওয়া শুষ্ক। ওই জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। সোমবার কালীপুজোর দিন থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার আরও উন্নতি হবে। পরিষ্কার আকাশ পাবে উত্তরবঙ্গ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
  • Link to this news (প্রতিদিন)