সন্তান মাধ্যমিক দিলে দায়িত্বে থাকবেন না ডিআই-এসআই, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ
প্রতিদিন | ১৯ অক্টোবর ২০২৫
স্টাফ রিপোর্টার: জেলা পরিদর্শক (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তানরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট ডিআই এবং এসআইরা পরীক্ষা ব্যবস্থায় যুক্ত থাকতে পারবেন না। এটি ফের মনে করিয়ে দিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন কোন ডিআই-এসআইয়ের সন্তান মাধ্যমিক পরীক্ষায় বসছে, পর্ষদকে তা জানাতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “ডিআই, এসআই-দের সন্তানরা মাধ্যমিক পরীক্ষা দিলে তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। এ ক্ষেত্রে সাধারণত তাঁরা পর্ষদকে জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ান। কিন্তু গত বছর এক অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় এই বিজ্ঞপ্তি দিতে পর্যদ বাধ্য হল।”
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা আয়োজন প্রক্রিয়ায় ডিআই, এসআইদের দায়িত্ব গুরুত্বপূর্ণ। মূলত তাঁদের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। তাঁদেরই সন্তানরা মাধ্যমিকে বসলে প্রশ্নপত্রের গোপনীয়তা ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যায়। গতবছর মালদহের ডিআই-এর ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। কিন্তু তিনি তথ্যটি গোপন রেখেছিলেন। চারটি বিষয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ডিআই-কে পরীক্ষা ব্যবস্থা থেকে সরিয়ে দেয় পর্ষদ। এমতাবস্থায় এবার আগাম বিজ্ঞপ্তি জারি করা হল।