অর্ণব আইচ: শহরে ফের রহস্যমৃত্যু একাকী প্রৌঢ়ার। বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ। শনিবার ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায়। কী করে মৃত্যু তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তদন্তে পুলিশ।
মৃত মহিলার নাম রেখা সাহা। বয়স ৫৭ বছর। তিনি পটারি রোডের বাসিন্দা। ৫ তলা একটি আবাসনের দ্বিতীয় তলায় থাকতেন তিনি। প্রৌঢ়ার দুই সন্তান রয়েছে। ছেলে থাকেন বিদেশে। মেয়ে বিহারে থাকেন। বাড়িতে একাই থাকতেন মহিলা। যোগযোগ ছিল ছেলে-মেয়ের সঙ্গে। কিন্তু শনিবার সকাল থেকে রেখার কোনও সাড়া শব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরা। ঘর ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।
এন্টালি থানার পুলিশ এসে দরজা ভাঙতেই উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া যায়। চিকিৎসকরা জানান আগেই মৃত্যু হয়েছে তাঁর। কী করে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে তাঁর ছেলে ও মেয়েকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মেয়ের বিয়ের ১০ দিনের মাথায় গলফগ্রিনে বৃদ্ধের রহস্যমৃত্যু হয়। নিজের বাড়ির সিঁড়িতে মেলে রক্তাক্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গলফগ্রিন থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার নেপথ্যে মৃতের জামাই। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় মৃতের জামাইকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একাকী প্রৌঢ়ার মৃত্যু। এবার এন্টালিতে।