• ঘাটালে প্রসাদ খেয়ে অসুস্থ ১৫০-র বেশি মানুষ
    দৈনিক স্টেটসম্যান | ২০ অক্টোবর ২০২৫
  • মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২২ শিশু সহ ১৫০ জনের বেশি মানুষ। ঘাটাল মহকুমার দাশপুর এক নম্বর ব্লকে ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে রবিবার ভোর থেকে গ্রামে পৌঁছে মেডিক্যাল ক্যাম্প বসিয়েছেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। গুরুতর অসুস্থ হওয়ায় ৬ জনকে ভর্তি করানো হয়েছে দাসপুর গ্রামীণ হাসপাতালে। আধিকারিকদের অনুমান, বিষক্রিয়ার কারণেই এরকম ঘটনা ঘটে থাকতে পারে।

    শনিবার রাতে দাশপুরে মনসা পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে নিমন্ত্রিত ছিলেন সুরথপুর সহ ৩টি গ্রামের প্রায় ৩০০ জন। প্রসাদ হিসেবে খোলা আকাশের নিচে খিচুরি ও বাঁধাকপি রান্না করা হয়। গভীর রাত পর্যন্ত খাওয়াদাওয়া করেন মানুষ। এরপর রাত থেকেই অসুস্থ হতে শুরু করেন গ্রামের মানুষরা। বমি সহ একাধিক শারীরিক সমস্যা শুরু হয় তাঁদের। স্থানীয়রা জানিয়েছেন, ২২ শিশু সহ প্রায় ১৫০ জন প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের অনুমান, রাতের বেলায় খোলা আকাশের নিচে রান্না করার কারণে খাবারে কিছু পড়ে থাকতে পারে। অথবা জলের থেকেও এই বিষক্রিয়া হতে পারে।

    ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে চলে আসেন স্বাস্থ্য আধিকারিকদের ১৫ জনের একটি দল। ভোর থেকেই এলাকায় মেডিক্যাল ক্যাম্প বসানো হয়। সেখান থেকে চিকিৎসা পান অসুস্থরা। ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। তিনি জানিয়েছেন, কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিও দীপঙ্কর বিশ্বাস জানিয়েছেন, স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে। গ্রামবাসীদের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, কেউ ইচ্ছাকৃতভাবে কোনও কিছু খাবারে মিশিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)