মাঝআকাশে মহিলার শ্লীলতাহানি! বিমান অবতরণের পরই গ্রেপ্তার মদ্যপ যুবক
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই থেকে হায়দরাবাদগামী বিমানে মহিলার শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ যুবকের। মহিলার অভিযোগের প্রেক্ষিতে তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের। বিমান অবতরণের পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার এই ঘটনা ঘটলেও রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। ৪৫ বছর বয়সি অভিযুক্ত ব্যক্তি চেন্নাই থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৮ বছর বয়সি ওই মহিলা নিজের স্বামীর সঙ্গে বিমানে হায়দরাবাদ যাচ্ছিলেন। মহিলার পাশেই বসেছিলেন অভিযুক্ত। বিমানে ওঠার পর মহিলা ঘুমিয়ে পড়লে অশ্লীলভাবে তাঁর শরীরে হাত দেন অভিযুক্ত। ঘুম ভেঙে যায় মহিলার। সহযাত্রীর এমন আচরণে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন মহিলা। সঙ্গে সঙ্গে বিমান কর্তৃপক্ষের তরফে খবর পাঠানো হয়। বিমান হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করলে সেখানে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশি জেরায় অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন তিনি মহিলাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন। আপাতত তাঁকে হেফাজতে নেওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত যুবকের বাড়ি উত্তরপ্রদেশে। চেন্নাইয়ে কর্মসূত্রে থাকেন তিনি। হায়দরাবাদ হয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। তবে আপাতত হাজতই ঠিকানা অভিযুক্তের।