৪০ দিনের ‘ডিজিটাল অ্যারেস্টে’ ৫৮ কোটি খোয়ালেন বৃদ্ধ! দেশে অন্যতম বড় প্রতারণা
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টে দেশে সর্বোচ্চ অঙ্কের প্রতারণা! ৫৮ কোটি টাকা খোয়ালেন মুম্বইনিবাসী ৭২ বছরের বৃদ্ধ। চলতি বছরের শুরুতে শেয়ার ভাঙিয়ে ৫০ কোটি টাকা পেয়েছিলেন তিনি। কার্যত সাইবার অপরাধীদের চক্রন্ত সর্বস্ব খোয়ালেন প্রবীণ মানুষটি। এত বড় প্রতারণা কীভাবে ঘটল?
ঘটনার সূত্রপাত গত ১৯ অগস্ট। সেদিন প্রথমবার বৃদ্ধের কাছে একটি ফোন আসে। প্রতারক নিজেকে ইডি আধিকারিক বলে পরিচয় দেয়। বৃদ্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি টাকা রয়েছে, এই অভিযোগ এনে একটানা ৪০ দিন ধরে বৃদ্ধকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রেখে প্রতারণা চালানো হয়। বৃদ্ধ এবং তাঁর স্ত্রীকে দফায় দফায় ৫৮ কোটি ১৩ লক্ষ টাকা নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্টে পাঠাতে বলা হয়েছিল। ভীত দম্পতি প্রতারকদের কথা মতোই কাজ করেন। ৭ আগস্টে প্রথমবার সন্দেহ হয় তাঁদের। এরপর পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দুই প্রবীণের থেকে লুট করা বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের ৬,৫০০-র বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত! এখনও পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করেছিল মূলচক্রীরা, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূলচক্রীদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।