২২ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কেন্দ্রের, দীপাবলির পরে সমাধান মিলবে?
প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা নিয়ে গত মাসের শেষে উত্তপ্ত হয়ে উঠেছিল লাদাখ। পুলিশের সংঘর্ষে মৃত্যু হয়েছিল চার জনের। গ্রেপ্তার হন আন্দোলনের মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তারপর থেকেই থমথমে পরিস্থিতি ওই অঞ্চলে। এই অবস্থায় আগামী ২২ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। অর্থাৎ দীপাবলির পরেই জরুরি বৈঠক। এবার কি সমাধান সূত্র মিলবে?
আগামী মঙ্গলবার, ২২ অক্টোবর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের সাব-কমিটির সঙ্গে লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর একটি বৈঠক রয়েছে। লেহ অ্যাপেক্স বডির সহ-সভাপতি শেরিং দর্জে লাকরুক রবিবার জানিয়েছেন, বৈঠক হবে নয়াদিল্লিতে। এই বৈঠকে থাকবেন লাদাখের সাংসদ মোহাম্মদ হানিফা জানও। বলা বাহুল্য, সেখানে আরও একবার লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানাবেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা।
লাদাখকে পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে, ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনম ওয়াংচুক। ম্যাগসাইসাই জয়ী ওই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা। যদিও এই মানুষটিকেই গ্রেপ্তার করা হয়েছে। এমনকী পরিবেশকর্মীর পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ এনেছে পুলিশ।