• বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার ব্যবসায়ী
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: রাত পোহালেই কালীপুজো। আলোর উৎসব দীপাবলিতে সেজে উঠবে চারপাশ। আলোর রোশনাইয়ের উৎসবের পাশাপাশি কড়া নিরাপত্তাও থাকছে প্রশাসনের। সেই নজরদারিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ভ্যাবলা রেলগেট সংলগ্ন বাজার এলাকায় ওই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেন। বমাল গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে। ধৃতের নাম তন্ময় ঘোষ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বাজি বিক্রি করছিলেন ওই বিক্রেতা। তিনি চকোলেট বোম-সহ অন্যান্য নিষিদ্ধ বাজি বিক্রি করছিলেন বলে অভিযোগ। বসিরহাট থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়। প্রাথমিক তল্লাশিতে নিষিদ্ধ শব্দবাজি পাওয়া যায়। এরপর ওই বাজি বিক্রেতাকে শুরু হয় জেরা। পুলিশি জিজ্ঞাসাবাদে শেষপর্যন্ত ভেঙে পড়েন ওই ব্যবসায়ী। পরে তল্লাশি চালিয়ে মোট ৩৩ কেকি চকোলেট বোম, ২২ কেজি কালিপটকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

    ধৃতের বাড়ি ভ‍্যাবলা রেলগেট সংলগ্ন এলাকাতেই। এদিন তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করছে। গ্রেপ্তার করা হচ্ছে বাজি বিক্রেতা ও পাচারকারীদের। দিন কয়েক আগে কলকাতাতেও বিপুল সংখ্যক নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছিল। প্রশাসন কালীপুজোর দিনগুলিতে আরও বেশি করে নজরদারি চালাবে বলে খবর। বসিরহাটে ধৃত ব্যবসায়ী কার থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি এনেছিলেন? সেটি জানার চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)