• পাচারের আগেই উদ্ধার বিপুল অস্ত্র-কার্তুজ, মুর্শিদাবাদে গ্রেপ্তার বৃদ্ধা
    প্রতিদিন | ২০ অক্টোবর ২০২৫
  • কল্যাণ চন্দ, বহরমপুর: কালীপুজোর আগের দিন বড় সাফল্য পুলিশের। বিপুল পরিমান অস্ত্র, কার্তুজ-সহ উদ্ধার হল। গ্রেপ্তার করা হল এক বৃদ্ধাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ধৃতের নাম সাধনা হালদার। আজ, রবিবার বিকেলে ওই বৃদ্ধাকে ওমরপুর ফরাক্কা মোড় এলাকা থেকে বমাল গ্রেপ্তার করা হয়েছে।

    জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার কাছে গোপন সূত্রে খবর এসেছিল। সেই মতো ফরাক্কা মোড় এলাকায় পুলিশ বাহিনী পৌঁছে যায়। সাধনা হালদার নামে ওই বৃদ্ধা একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। পুলিশের তাঁকে দেখে সন্দেহ হয়। এরপরই তাঁকে ঘিরে ধরে শুরু হয় জেরা। কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়েছিল। এরপরই বৃদ্ধার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি চালানো হয়। দেখা যায় বিপুল পরিমাণ অস্ত্র ব্যাগের ভিতরে রয়েছে। এরপরই ওই বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন পাঁচটি সেমি-অটোমেটিক ৭ এমএম পিস্তল , ৫টি খালি ম্যাগাজিন এবং ২৪টি কার্তুজ উদ্ধার হয়েছে। ওই অস্ত্র, কার্তুজ জকি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আনা হয়েছে? নাকি বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ওই অস্ত্র-কার্তুজ বাংলায় ঢুকেছিল? অস্ত্র কি কলকাতায় পাচারের পরিকল্পনা ছিল? সেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আর কারা এই পাচারের সঙ্গে জড়িয়ে? ওই বৃদ্ধা কি নিছক পাচারের কাজে যুক্ত? সেই প্রশ্নও উঠেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ। আগামী কাল, সোমবার ওই মহিলাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে খবর। জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল।
  • Link to this news (প্রতিদিন)