• দিল্লিতে একিউআই ৪০০ ছাড়াল, আজ দূষণ নিন্ত্রয়ণই চ্যালেঞ্জ
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম বর্ষা মোকাবিলা করতে ডাহা ফেল করেছে বিজেপি সরকার। এবার পরীক্ষা দূষণ নিয়ন্ত্রণের! আজ, সোমবার দীপাবলিতে মাত্রাছাড়া দূষণ মোকাবিলা করাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন সরকারের। কালীপুজোর একদিন আগে, অর্থাৎ ‘ছোটি দিওয়ালি’র দিনই রাজধানী শহরের কিছু এলাকায় একিউআই (বাতাসে দূষণ পরিমাপক এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছাড়িয়ে গেল ৪০০য়েরও বেশি। অর্থাৎ, একেবারে বিপজ্জনক পরিস্থিতি। ফলে ‘ছোটি দিওয়ালি’র এহেন ‘ট্রেলার’ই বুঝিয়ে দিচ্ছে আজ, সোমবার ‘আসল’ দীপাবলিতে দিল্লির দূষণ ছবি ঠিক কীরকম হতে চলেছে! 

    সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হতে পারে বলেই আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞদের একটি বড় অংশ। কারণ রবিবারই যমুনার বেশ কিছু অংশ ঢেকে গিয়েছে সাদা ফেনায়। তা আদতে দূষণ পরিস্থিতির কুপ্রভাব। দিল্লি সরকার অবশ্য এদিন সকালে নৌকো নামিয়ে যমুনার সেই দূষণ মোকাবিলার কিছুটা চেষ্টা করেছে। যদিও তা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। আশঙ্কা রয়েছে অন্যত্রও। শর্তসাপেক্ষে এবার দিল্লিতে পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানোর অনুমোদন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমনকী তার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়ও। কিন্তু আদতেই পরিবেশবান্ধব আতশবাজির ব্যবহারই হবে তো? নাকি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই ফাঁকে নিষিদ্ধ শব্দবাজিও দেদার বিক্রি করবে? 

    দীপাবলির আগে রবিবার শুধুমাত্র দিল্লিতেই নয়। গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রামের দূষণ পরিস্থিতিও যথেষ্টই উদ্বেগজনক হয়ে রয়েছে। অন্তত এমনই বলছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য। এনসিআর শহরগুলির প্রতিটিতেই দূষণ পরিস্থিতি হয় খারাপ, নাহলে অত্যন্ত খারাপ। 
  • Link to this news (বর্তমান)