২৫ প্রার্থীর তালিকা প্রকাশ করল মিম
				বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
			
			পাটনা: বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে সরগরম বিহার রাজনীতি। এরইমাঝে ২৫জন প্রার্থীর তালিকা প্রকাশ করল আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। বিরোধী জোটে শামিল হওয়ার আবেদন জানালেও ইন্ডিয়া শিবিরের তরফে কোনও সাড়া মেলেনি। এই টানাপোড়েনের মাঝে দিনকয়েক আগে বিহারে ১০০ আসনে লড়াইয়ের বার্তা দিয়েছিল মিম। রবিবার ২৫ প্রার্থীর নাম ঘোষণা করা হল। তালিকায়  দু’জন অমুসলিম প্রার্থী। নাম রয়েছে মিমের বিহার রাজ্যের সভাপতি তথা একমাত্র বিধায়ক আখতারউল ইমনের। গত বিধানসভা ভোটে মাত্র ২০টি আসনে লড়েছিল ওয়েইসির দল। এবার আরও পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে তারা।  সংখ্যালঘু ভোটে সিঁধ কেটে মিম এবারও আরজেডি-কংগ্রেস জোটকে চাপে ফেলে দিতে পারে বলে ওয়াকিবহাল মহলের অনুমান। 
			
				
				
				
					Link to this news (বর্তমান)