• মেলেনি টিকিট, লালুর বাড়ির সামনে আর্তনাদ-গড়াগড়ি আরজেডি নেতার
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • পাটনা: ‘বেঁচে আর কোনও লাভ নেই। আজ এখানেই বিষ খেয়ে মরে যাব। আমার সব শেষ হয়ে গিয়েছে।’ কুর্তা ছিঁড়ে গিয়েছে। গায়ে ধুলো-বালি লেগে। চিৎকার করে সমানে কেঁদে চলেছেন। রবিবার লালুপ্রসাদ যাদবের বাড়ির সামনের রাস্তায় রীতিমতো গড়াগড়ি খেলেন আরজেডি নেতা মদন শাহ। লালুপ্রসাদ প্রতিশ্রুতি দিয়েছিলেন- এবার বিধানসভা ভোটে মধুবন আসনে তাঁকে টিকিট দেবেন। আরজেডি নেতার কথায়, সেকথা রাখেননি দলের সুপ্রিমো। তাঁর অভিযোগ, দলের শীর্ষস্তরের নেতা সঞ্জয় যাদব প্রার্থী করার  বিনিময়ে ২ কোটি ৭০ লক্ষ টাকা চেয়েছিলেন। ছেলে-মেয়ের বিয়ে দেননি। দু’বিঘা জমি ছিল, সেটিও বিক্রি করে দিয়েছেন। এভাবে কিছু টাকা জোগাড় করেছিলেন। কিন্তু অত মোটা অঙ্কের টাকা দিতে পারেননি তিনি। আর তার জেরেই মেলেনি টিকিট। উলটে ‘বিজেপির দালাল’ সন্তোষ কুশওয়াহকে এই আসনে দলের টিকিট দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।

    বিধানসভা ভোটের আবহে এমনই জমজমাট নাটকের সাক্ষী থাকল পাটনা। কপাল চাপড়াতে চাপড়াতে ওই আরজেডি নেতা বলতে থাকেন - ‘১৯৯০ সাল থেকে দলের জন্য কাজ করছি। লালুজি আমার গুরু। আর আজ কেউ দেখাও করছে না। তেজস্বী খুব অহংকারী।’ পরে লালুজির গাড়ি দেখে ধাওয়া করেন মদন। গাড়ি ভিতরে চলে যায়। চোখের জল মুছতে মুছতে মদন থেকে যান গেটের এপারেই।
  • Link to this news (বর্তমান)