• অহিন্দুর বাড়িতে গেলে মেয়ের পা ভেঙে দিন, ফের বিতর্কে প্রজ্ঞা
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • ভোপাল: বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে ভোপালের প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। সম্প্রতি প্রজ্ঞার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি আসলে ভোপালের একটি ধর্মীয় সমাবেশের। সেখানে প্রজ্ঞা মহিলাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের মন শক্ত করুন। আপনাদের মেয়েদের অহিন্দুদের বাড়িতে যাওয়া থেকে বিরত রাখুন। সেই নির্দেশ অবজ্ঞা করলে মেয়েদের পা ভেঙে দিন। যারা মূল্যবোধের তোয়াক্কা করে না এবং বাবা-মার কথা শোনে না, তাদের শাস্তি পাওয়াই উচিত।’ এই বক্তৃতার ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রজ্ঞা। এরপরেই তা ভাইরাল হয়ে যায়। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। প্রজ্ঞার বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তা। তাঁর প্রশ্ন, ‘এত শোরগোল এবং ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’
  • Link to this news (বর্তমান)