• ‘নারেগা’র টাকা খরচের নিয়মে পরিবর্তন কেন্দ্রের
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহাত্মা গান্ধী নারেগা’র নিয়মে বদল আনা হচ্ছে। এবার থেকে শুষ্ক, রুক্ষ গ্রামীণ এলাকায় জলের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যতটুকু জল রয়েছে, তা সংরক্ষণেও জোর দেওয়া হবে। তার জন্য মনরেগার নির্দিষ্ট অর্থ জল সুরক্ষার কাজে লাগানো হবে। এই নিয়ম বদলের জন্য মনরেগা আই঩নের বিধিতে পরিবর্তনও করেছে কেন্দ্র। ঠিক হয়েছে, দেশের যেসব গ্রামাঞ্চলে জলের সংকট অত্যন্ত তীব্র, সেই সব ব্লকে মনরেগার অর্থ বরাদ্দের ৬৫ শতাংশই জল সংরক্ষণের কাজে খরচ করা হবে। অপেক্ষাকৃত কম সংকটপূর্ণ এলাকার জন্য বরাদ্দের ৪০ শতাংশ এবং যেসব ব্লকে তেমন সংকট নেই, সেখানে ন্যূনতম ৩০ শতাংশ অর্থ জল সংরক্ষণে খরচ করতে হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। তিনি জানান, এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। ভূগর্ভস্থ জলস্তর ক্রমাগত কমছে। তাই তা সংরক্ষণ করা আমাদের কাছে চ্যালেঞ্জ। ৮৮ হাজার কোটি টাকার মনরেগা বাজেটের উল্লিখিত শতাংশ সংকটপূর্ণ জেলার জন্য খরচ করা হবে।
  • Link to this news (বর্তমান)