• ‘রাজনৈতিক সুবিধা’ পেতে কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করে পদ্ম শিবির, অভিযোগ বিজেপি নেতারই
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • শ্রীনগর: শুধুমাত্র ‘রাজনৈতিক সুবিধা’ পাওয়ার জন্য ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের ব্যবহার করেছে বিজেপি! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জাহানজাইব সিরওয়াল। কাশ্মীরি পণ্ডিতরা দীর্ঘদিন ধরে যে অবিচারের শিকার হচ্ছেন, তা রুখতে দলের নেতৃত্বের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরওয়াল। রবিবার তিনি অভিযোগ করেন, কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায় অবিচলভাবে বিজেপিকে সমর্থন করে এসেছে। অথচ কোনওদিনই তার স্বীকৃতি বা মূল্য পায়নি। ওই সম্প্রদায় কতটা সমস্যায় রয়েছে, তা নিয়ে রাজনৈতিক সুবিধা তুলেছে বিজেপি। পণ্ডিতদের শুধু হাতিয়ার হিসেবে ব্যবহার করে এসেছে পদ্মশিবির। কাশ্মীরি পণ্ডিতরা যাতে নিরাপদে নিজেদের অধিকার নিয়ে জন্মভূমিতে ফিরতে পারেন ও তাঁদের নিরাপত্তা ও কাজের ব্যবস্থা করা হয়, তা দেখা উচিত। কাশ্মীরি পণ্ডিতদের সমস্যা মেটাতে বিজেপি যে আদৌ সচেষ্ট নয়, সিরওয়ালের মন্তব্যে তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের।
  • Link to this news (বর্তমান)