মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গের কেন্দ্রে পদযাত্রা ২ নভেম্বর? আরএসএসকে ফের আবেদন জানাতে বলল কর্ণাটক হাইকোর্ট
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
বেঙ্গালুরু: রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর কার্যকলাপে লাগাম টানতে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের পথে হাঁটছে কর্ণাটকের কংগ্রেস সরকার। সরকারি জায়গায় গেরুয়া সংগঠনের সভা-সমাবেশ বন্ধের দাবি জানিয়ে বিজেপির নিশানায় রাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে। এরইমধ্যে মল্লিকার্জুন-পুত্রের বিধানসভা এলাকায় রুট মার্চের কর্মসূচি নিয়েছে আরএসএস। কর্ণাটক সরকার এই কর্মসূচির অনুমতি দেয়নি। রবিবার কর্ণাটক হাইকোর্ট আরএসএসকে আগামী ২ নভেম্বর পদযাত্রার জন্য নতুন করে আর্জি জানাতে বলেছে। তাদের আর্জি স্থানীয় কর্তৃপক্ষকে বিবেচনারও নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়াঙ্কের বিধানসভা কেন্দ্র চিত্তরপুর। সেখানে রবিবার পদযাত্রার অনুমতি চেয়েছিল আরএসএস। কিন্তু আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন সেই আবেদন খারিজ করে দেয়। শনিবার চিত্তরপুর পুরসভা আরএসএসের কাট-আউট ও ব্যানার সরিয়ে দেয়। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হয় আরএসএস। সেই আর্জির শুনানিতে বিচারপতি এমজিএস কামালের স্পেশ্যাল বেঞ্চ আগামী ২ নভেম্বরের পদযাত্রার জন্য ফের আবেদন করতে বলে আরএসএসকে। এর আগে এই পদযাত্রা অন্য কোনও দিন করা যায় কি না, তাও জানতে চায় আদালত। আবেদনকারীর পক্ষ থেকে নতুন দিনের কথা বলা হয়। এরপরই আদালত পদযাত্রার পথ, জায়গা ও সময় জানিয়ে নতুন করে আবেদন জানাতে বলে। একইসঙ্গে কর্তৃপক্ষকে এই আবেদন বিবেচনার নির্দেশও দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে কর্তৃপক্ষকে। এই রিপোর্ট পাওয়ার পরই আদালত পরবর্তী নির্দেশ দিতে পারে বলে মনে করা হচ্ছে।