বিশেষ সংবাদদাতা, আগরতলা: দলের বিধায়কের মন্তব্যে প্রবল অস্বস্তিতে ত্রিপুরা বিজেপি। সিপাহীজলা জেলার বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ ধরিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব ও প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিকের তীব্র সমালোচনা করেন তফাজ্জল। এর জেরে প্রবল অস্বস্তিতে পড়েছে ত্রিপুরার শাসক দল।
গত শনিবার এক সভায় দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যর সামনেই ওই মন্তব্য করেন তফাজ্জল। তাঁর অভিযোগ, তাঁর বিধানসভা এলাকায় ফুটবল মাঠের উন্নয়নের জন্য বিপ্লব ও প্রতিমার কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সাংসদ উন্নয়ন তহবিল থেকে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। দলকে এভাবে অস্বস্তিতে ফেলায় দ্রুত ব্যবস্থা নেয় বিজেপি। রবিবার বিকেলে বিধায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে তাঁর জবাব তলব করেছে বিজেপি। এব্যাপারে ত্রিপুরা বিজেপির সভাপতি বলেছেন, দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে এভাবে প্রকাশ্যে মন্তব্য করা যায় না। তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। দলের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, এ ধরনের আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং দলীয় নেতৃত্ব কড়া পদক্ষেপ নেবে।
এরইমধ্যে তফাজ্জলের বিরুদ্ধেও স্থানীয় স্তরে একাধিক অভিযোগ উঠে এসেছে। বিধায়কের বিরুদ্ধে মাদককারবারীদের সঙ্গে যোগসাজশ এবং গোরু ও চিনি পাচারে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে।