কিশোরীকে ধর্ষণের তদন্তে ভুবনেশ্বরে পুলিশের জালে পান্ডা সহ পাচার চক্রের ৪
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
ভুবনেশ্বর: ১৭ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ ও পাচারের অভিযোগে ভুবনেশ্বরে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ওই চারজন নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। নির্যাতিতা কিশোরীকেও পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে মনে করছে পুলিশ। চারজনকে গ্রেফতারির পাশাপাশি পাচারের জন্য নিয়ে আসা দশজন কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে পাচারচক্রের মাস্টারমাইন্ডও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে ভুবনেশ্বর কমিশনারেট। পুলিশ জানিয়েছে, লক্ষ্মীসাগর এলাকার একটি বাড়িতে ওই কিশোরীদের রাখা হত। সেখানে তাদের জোর করে যৌনকর্মীর কাজ করানো হত। তারপর তাদের অন্যত্র পাচার করে দিত অভিযুক্তরা। ওই বাড়ির মালিকও চক্রের সঙ্গে জড়িত। নির্যাতিতা কিশোরী আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। তাকেও চক্রের সদস্যরা পাচারের জন্য নিয়ে এসেছিল বলে মনে করছে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। রক্তাক্ত অবস্থায় ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে কোনওমতে হাজির হয় ওই কিশোরী। তাকে ভর্তি করার পর চিকিত্সকরা বুঝতে পারেন, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। কিশোরীকে জেরা করেই অভিযুক্তদের ডেরার সন্ধান পায় পুলিশ। শনিবার সেখানে অভিযান চালানো হয়। চক্রের একজন পালিয়ে গিয়েছে। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতা ওই কিশোরী গুরুতর জখম অবস্থায় আপাতত আইসিইউতে চিকিত্সাধীন। আর কারা এই চক্রের সঙ্গে জড়িত, কাদের কাছে নাবালিকাদের পাচার করা হত-ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।