• অন্তঃসত্ত্বাকে খুন প্রাক্তন ‘লিভ ইন’ সঙ্গীর, স্বামীর আক্রমণে মৃত্যু অভিযুক্তর
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দীপাবলির ঠিক আগে জোড়া খুনের সাক্ষী থাকল রাজধানী দিল্লির রামনগর। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ প্রকাশ্য রাস্তায় অন্তঃসত্ত্বা মহিলার উপর ছুরি হাতে চড়াও হয় এক যুবক। পালটা ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়েন মহিলার স্বামী। দু’জনের তীব্র ধস্তাধস্তি বেধে যায়। এরপর রাস্তায় রক্তাক্ত অবস্থায়  কাতরাতে থাকেন মহিলা, তাঁর স্বামী ও হামলাকারী যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনজনকেই হাসপাতালে নিয়ে যান মহিলার ভাই। সেখানে  মহিলা ও হামলাকারী যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মহিলার স্বামী আপাতত চিকিৎসাধীন। 

    পুলিশ সূত্রে খবর, এই ভয়াবহ ঘটনার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন।  মৃত মহিলার শালিনী (২২) দুই কন্যাসন্তানের মা। বর্তমানে অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর স্বামী আকাশ ই-রিকশ চালক। হামলাকারী যুবক শৈলেন্দ্র (৩৪) ওরফে আশুর সঙ্গে  বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল শালিনীর। এর জেরে স্বামীকে ছেড়ে আশুর সঙ্গে লিভ-ইন করতেন শালিনী। পরে আশুর সঙ্গে গোলমালের জেরে স্বামী আকাশের কাছে ফিরে আসেন ওই মহিলা। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি আশু। এমনকী শালিনীর গর্ভস্থ সন্তান নিজের বলে দাবি করেন।

     শনিবার রাতে কুতুব রোডে শালিনী ও তাঁর স্বামী মায়ের সঙ্গে দেখা করতে যান। আশু তাঁদের পিছু নেন। শালিনী একটি ই-রিকশয় বসে থাকার সময় তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালান আশু। স্ত্রীকে বাঁচাতে আকাশ তখন আশুকে বাধা দেন। দু’জনের মধ্যে ব্যাপক ধস্তাধ্বস্তি শুরু হয়। একটা সময় আকাশ ছুরি কেড়ে পালটা আশুকে ছুরিবিদ্ধ করেন। এই ঘটনায় দু’টি খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)