• ২৪ অক্টোবর থেকে প্রচার শুরু মোদির
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যে অন্তত ১০টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৪ অক্টোবর থেকে তাঁর সেই কর্মসূচি শুরু হচ্ছে। এমনই দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিজেপি জানিয়েছে, ২৪ অক্টোবর বিহারে মোট দু’টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। ওইদিন তিনি প্রথম সভা করবেন সমস্তিপুরে। সেখান থেকে মোদি যাবেন বেগুসরাইয়ে। সেখানে দ্বিতীয় সমাবেশ করবেন তিনি। তাঁর তৃতীয় জনসভা হতে পারে ৩০ অক্টোবর। যদিও তা কোথায় হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। একইভাবে পরবর্তী সাতটি সমাবেশ প্রধানমন্ত্রী মোদি কোথায় করবেন, তা নিয়েও এখনও চূড়ন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ১০টি জনসভায় বিহারের মোট ১২২টি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মসূচিতে শামিল হতে পারেন প্রধানমন্ত্রী । জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৫টি সমাবেশ করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বিহারে ২৫টি জনসভায় অংশ নিতে পারেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিহারে ২০টি জনসভায় অংশ নিতে পারেন।
  • Link to this news (বর্তমান)