কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে, প্রস্তুত পুলিশ প্রশাসনও
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
সন্দীপ বর্মন , মাথাভাঙা:
মাথাভাঙা মহকুমায় এ বছর বেশ কয়েকটি বিগ বাজেটের কালীপুজো হচ্ছে। পুজোর দিন সহ বেশ কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। বেশকিছু পুজো উদ্যোক্তারা দুঃস্থদের বস্ত্রদান সহ সামাজিক কাজের পরিকল্পনাও নিয়েছে। আলোর উৎসবে ইতিমধ্যেই সেজেছে বিভিন্ন এলাকা। পুলিশ প্রশাসনও পুজোর দিনে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তারজন্য প্রস্তুত।
মাথাভাঙা শহরের পূর্বপাড়া, জঙ্গলি কালীবাড়ি সহ কয়েক জায়গায় বড়মাপের কালীপুজোর আয়োজন করা হয়। পাশ্ববর্তী পচাগড় গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি সহ কয়েকটি জায়গায় পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। এলংমারিতে বেশ ভালো বাজেটের পুজো হয় প্রতিবছর। মাথাভাঙা-১ ব্লকের শিকারপুর, বৈরাগীরহাট, হাজরাহাট, নয়ারহাট এলাকার একাধিক জায়গায় বিগ বাজেটের কালীপুজো হয়। মাথাভাঙা-২ ব্লকের নিশিগঞ্জ, ঘোকসাডাঙা, লতাপোঁতা, রুইডাঙা, বড় শৌলমারি এলাকায় বেশ বড় বাজেটের কালীপুজো হয়। কালীপুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে প্রায় প্রতিটি জায়গাতেই।
মাথাভাঙা-২ ব্লকের রুইডাঙার একটি ক্লাবের সদস্য জগদীশ বর্মন বলেন, কালীপুজোকে ঘিরে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রতিবছর দুঃস্থদের বস্ত্রদানও করি আমরা। মাথাভাঙা-১ ব্লকের পরিমল সরকার বলেন, কালীপুজো নিয়মনিষ্ঠ সহকারে করার সঙ্গেই এলাকার দুঃস্থদের পাশে দাঁড়াই আমরা। এদিকে, কালীপুজোতে শব্দবাজির দৌরাত্ম্য রুখতে ময়দানে রয়েছে পুলিশ প্রশাসন।
মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন, দীপাবলি ও কালীপুজোতে যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখছি আমরা। একইসঙ্গে শব্দবাজি বিক্রির উপরও নজর রাখা হচ্ছে।