• ৩১ ফুট উঁচু কালী প্রতিমা, কাল থেকে শুরু হচ্ছে ১৩ দিনের মেলা
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • বাবুল সরকার, কুমারগ্রাম:

    আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম কুমারগ্রাম ব্লকের বারোবিশার বিবেকানন্দ ক্লাবের পুজো। এই পুজোর এবার ৫৬তম বর্ষ। পুজো উপলক্ষ্যে বারোবিশা হাইস্কুল মাঠে মেলাও বসে। কালীপুজো ও ঐতিহ্যবাহী মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। বারোবিশা চৌপথী সংলগ্ন স্থানে স্থায়ী কাঠামোতে তৈরি করা হয়েছে ৩১ ফুট উঁচু কালী প্রতিমা। ক্লাবের কর্মকর্তারা জানান, দুর্গাপুজোর আগে থেকেই তাঁদের পুজো ও মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পুজো মণ্ডপের ঠিক উল্টো পাশে থাকা বারোবিশা হাইস্কুল মাঠে ১৩ দিন ব্যাপী মেলা হবে। মঙ্গলবার ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মেলার মুক্তমঞ্চে ১৩ দিন ব্যাপী গ্রাম বাংলার বিভিন্ন লোকসাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। যাত্রাপালা, বাউল, কবি, জারি, ভাওয়াইয়ার মতো নানা লোকসাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হবে। মেলায় থাকবে নাগরদোলা, সার্কাস, ব্রেক ডান্স ও রকমারি দোকানপাট। 

    বারোবিশার বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শংকরকুমার ঘোষ বলেন, এই পুজো ও মেলার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে মানুষ যেমন মেলায় আসে, ঠিক তেমনই প্রতিবেশী রাষ্ট্র ভুটান ও প্রতিবেশী রাজ্য অসম থেকেও দলে দলে মানুষ এখানে আসে। মেলা প্রাঙ্গণ হয়ে উঠে মিলনক্ষেত্র। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এবছরও নরনারায়ণ সেবা, রক্তদান শিবিরের মতো বিভিন্ন কর্মসূচি থাকবে। এই মেলা এতদা এলাকার ঐতিহ্য। সাধারণ মানুষকে আনন্দদানের জন্য আমরা সব ব্যবস্থাই করেছি। সর্বস্তরের সাধারণ মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
  • Link to this news (বর্তমান)