• কালীপুজোর উদ্বোধনে মায়ের স্কুলে গিয়ে আবেগপ্রবণ টলি অভিনেত্রী সোহিনী
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কালীপুজোর উদ্বোধনে এসে সটান মায়ের স্কুলে চলে গেলেন অভিনেত্রী সোহিনী সরকার। মোবাইলে তুললেন ছবি। রেকর্ড করলেন ভিডিও। সঙ্গে সঙ্গে সেই ছবি ও ভিডিও পাঠিয়ে দিলেন মাকে। জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে দৃশ্যতই আবেগ আপ্লুত হয়ে পড়েন সোহিনী। পরে জলপাইগুড়ি শহর লাগোয়া নবারুণ সংঘের কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েও জলপাইগুড়িতে মায়ের স্কুলের প্রসঙ্গ টানেন তিনি। বলেন, মা সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছে। তখন ওই স্কুলের নাম ছিল করলাবালা গার্লস স্কুল। মায়ের কাছে এই স্কুলের কথা অনেকবার শুনেছি। বহুদিন ধরে ইচ্ছে ছিল, স্কুলটা একবার দেখার। সিনেমার শ্যুটিংয়ে বহুবার উত্তরবঙ্গে এসেছি, পাহাড়-ডুয়ার্সে গিয়েছি। কিন্তু জলপাইগুড়ি শহরে আসা হয়ে ওঠেনি। এই প্রথম পুজো উদ্বোধনের সুবাদে জলপাইগুড়ি শহরে এলাম। তাই এক মুহূর্ত দেরি করিনি। শহরে পা দিয়েই ছুটে যাই মায়ের স্কুলের সামনে। মোবাইলে ছবি তুলি। রেকর্ড করি ভিডিও। সঙ্গে সঙ্গে সেসব মাকে পাঠিয়েও দিয়েছি। নিজের স্কুলের ছবি দেখতে পেয়ে মা খুবই খুশি হয়েছে। 

    জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, এখন পুজোর ছুটি চলছে স্কুলে। অভিনেত্রী সোহিনী সরকারের কাছে আবেদন, স্কুল খুললে তিনি যদি একবার তাঁর মাকে নিয়ে আসতে পারেন, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। প্রাক্তনী হিসেবে সোহিনীর মা নিজেও দেখতে পারবেন, তাঁর স্কুল কতটা বদলেছে। কিংবা তাঁর সময়কার স্মারক কীভাবে আমরা সযত্নে রেখে দিয়েছি। তাছাড়া এখনকার ছাত্রী, তাদের বইপত্র এসবের সঙ্গেও পরিচিত হতে পারবেন তিনি। 

    শনিবার রাতে বাইরে থেকে মায়ের স্কুল ঘুরে দেখার পাশাপাশি জলপাইগুড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী সোহিনী সরকার। পুজো উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ খুবই আন্তরিক। সেটা শ্যুটিংয়ে এসে হোক কিংবা বেড়াতে এসে, বারবার দেখেছি। এখানকার মানুষের সারল্য দেখে মুগ্ধ হতে হয়। পুজো উদ্বোধনের মঞ্চ থেকে নারীশক্তির বিকাশে জোর দেন তিনি। 
  • Link to this news (বর্তমান)