নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পুয়াবাগান পঞ্চবটী মহাশ্মশান কালীরপুজোর এবার ১৯ তম বর্ষ। এবার ওই পুজোর থিমের নাম ‘আলোকের ঝর্ণা ধারায় মায়ের আগমন’। এবারের পুজোর বাজেট ছ’লক্ষ টাকা। পুজোর প্রতিষ্ঠাতা মধুসূদন ডাঙ্গর বলেন, আমাদের পুজোকে কেন্দ্র করে এলাকার ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ উৎসবে মেতে ওঠে। পুজো উপলক্ষ্যে টানা ছ’দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলার চিরাচরিত যাত্রাপালা, লীলা কীর্তন চারদিন ধরে পরিবেশিত হবে। মঙ্গলবার আমরা দুঃস্থদের শীতবস্ত্র বিলি করব। শুক্রবার মন্দির প্রাঙ্গণে নরানারায়ণ সেবার আয়োজন করা হবে। পুজো কমিটির সভাপতি অনুপ ঘোষ ও সম্পাদক শঙ্কর রায় বলেন, প্রতিবছর ওই কালীপুজো জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হয়। আমাদের পুজোয় পুয়াবাগানের পাশাপাশি বাঁকুড়া শহর ও সংলগ্ন এলাকার বহু মানুষ ভিড় জমান।