• শীতলকুচিতে দু’শোর বেশি কালীপুজো, পঞ্চায়েত সমিতির মাঠে ১৮ হাত প্রতিমা
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • টোটোন বর্মন , শীতলকুচি:

    কোচবিহার জেলার সীমান্তবর্তী শীতলকুচি ব্লকজুড়ে এ বছর দু’শোটিরও বেশি কালীপুজো হচ্ছে। রবিবারই বেশকিছু পুজোর উদ্বোধন হয়েছে। আজ, সোমবার বাকি পুজোর উদ্বোধন। উদ্যোক্তাদের মধ্যে থিম ও পুজো মণ্ডপ তৈরিতে তাই রবিবার রাত পর্যন্ত ছিল চূড়ান্ত ব্যস্ততা। 

    শীতলকুচি দেশবন্ধু ক্লাবের পুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে। মার্কেট কমপ্লেক্সে পুজো প্যান্ডেল তৈরি হয়েছে। ক্লাবের সভাপতি তপনকুমার গুহ বলেন, কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল বানানো হয়েছে। বাজেট সাত লক্ষ টাকা। বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হবে। 

    শীতলকুচি ব্লকের ফক্করের হাট বাজার কালীপুজো কমিটির পুজো এবছর ২৪ তম বর্ষে। পুজো কমিটির কোষাধ্যক্ষ অমিয় বর্মন জানান, এ বছর দু’লক্ষ টাকা পুজোর বাজেট ধরা হয়েছে। কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল বানানো হয়েছে। বস্ত্রবিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বহিরাগত শিল্পী সমন্বয়ে সংগীতানুষ্ঠান করা হবে। 

    শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে ১৮ হাত উঁচু প্রতিমা তৈরি করে কালীপুজোয় চমক দিতে চলেছে শীতলকুচির সবাই অ্যাকাডেমি। ক্লাবের সম্পাদক মতিলাল বর্মন বলেন, ২৩তম বর্ষে আমাদের পুজোর বাজেট প্রায় দু’লক্ষ টাকা। পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১২ দিন ধরে মেলা বসবে। সীমান্ত লাগোয়া কার্যিদিঘি কিশলয় সঙ্ঘের পুজো ২৫তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির সম্পাদক কল্যাণ শর্মা জানায়, এ বছর পুজোর বাজেট আড়াই লক্ষ টাকা। প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতির উদ্দেশ্যে ‘শ্রদ্ধাঞ্জলি’ থিম করা হয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়েছে। তাদের সরকারি নির্দেশিকা জানানো হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)