• ভারতী সংঘ তুলে ধরছে আদিবাসী সংস্কৃতি, ঐক্যতানে কাল্পনিক মন্দির
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • প্রকৃতিরঞ্জন সরকার, শিলিগুড়ি:

    শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ভারতী সংঘের ৫৬তম বর্ষের কালীপুজোয় এবার থিম আদিবাসী সমাজের লুপ্তপ্রায় শিল্প ও সংস্কতি। অন্যদিকে, ঐক্যতান তাদের অষ্টম বর্ষের পুজোয় সুদৃশ্য কাল্পনিক মন্দির তৈরি করেছে। উভয় ক্লাবই পুজোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছে। পাশাপাশি স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তো থাকছেই। পুজো উপলক্ষ্যে মণ্ডপ সংলগ্ন রাস্তাগুলি বাহারি আলোকমালায় সেজে উঠেছে। একই এলাকায় এই দু’টি কালীপুজোকে ঘিরে বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। 

    ভারতী সংঘের অন্যতম সদস্য তথা পুজো উদ্যোক্তা পার্থ সুর (রামু) বলেন, আদিবাসীরা ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে আধুনিকতার ছোঁয়া ও আর্থসামাজিক কারণে আদিবাসী সমাজের অনেক কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা এবার ৫৬তম বর্ষের পুজোর মধ্যদিয়ে আদিবাসীদের সেইসব লুপ্তপ্রায় সংস্কৃতির একাংশকে তুলে ধরার চেষ্টা করেছি। এজন্য বিভিন্ন মডেল ও সুদৃশ্য মুখোশের সাহায্যে মণ্ডপসজ্জা করা হয়েছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে মাতৃমূর্তি তৈরি করা হয়েছে। শিলিগুড়ির কুমোরটুলিতে বরাত দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। স্থানীয় মণ্ডপ শিল্পী ও আলোক শিল্পীরাই কাজ করেছেন। 

    ভারতী সংঘের সম্পাদক সঞ্জয় মালাকার বলেন, পুজোর পাশাপাশি আমরা একাধিক সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি, আমাদের আয়োজন প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের মন কাড়বে। 

    অন্যদিকে, দেশবন্ধুপাড়া দাদাভাই ময়দান সংলগ্ন স্থানে কালীপুজোর মণ্ডপ তৈরি করেছে ঐক্যতান। বরাবরই তারা পুজোর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে থাকে। এবার কালোর উপরে লাল কাপড় দিয়ে মনোহর মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপে স্থাপন করা হয়েছে মানানসই মাতৃমূর্তি। মণ্ডপের সামনে রয়েছে মঙ্গলের প্রতীক পেঁচা। যা শিশুদের আকৃষ্ট করবে বলে দাবি উদ্যোক্তাদের। রবিবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হয়েছে। 

    ঐক্যতানের সভাপতি আশিস পোদ্দার ও সম্পাদক সুবীর সরকার বলেন, মঙ্গলবার দুপুরে খিচুড়ি প্রসাদ বিতরণ এবং বুধবার বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পাশাপাশি দুঃস্থদের সহায়তা করা হবে। কোষাধ্যক্ষ অরিজৎ নন্দী বলেন, উত্তরবঙ্গে এবার ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা এবার পুজোর খরচে কিছুটা কাটছাঁট করে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।  ভারতী সংঘের প্রতিমা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)