জলপাইগুড়িতে রামেশ্বরম মন্দিরের সঙ্গে টক্কর দিচ্ছে রাজস্থানের শিসমহল
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ধূপগুড়ি: কালীপুজোয় থিমের ছড়াছড়ি জলপাইগুড়ি জেলায়। ধূপগুড়ি, ময়নাগুড়ির সঙ্গে টেক্কা দিচ্ছে জলপাইগুড়ি শহরও। থিমের পাশাপাশি তারকাখচিত উদ্বোধনেও একে অপরকে টেক্কা দিতে ছাড়ছে না পুজো কমিটিগুলি। শনিবার বেশকিছু মণ্ডপের উদ্বোধন হয়। এরপর থেকেই প্যান্ডেলে ঢল নামে দর্শনার্থীদের। রবিবার বাকি মণ্ডপগুলিও উদ্বোধন হয়েছে। আলোর উৎসবে মেতে উঠেছে তিস্তাপাড়ের শহর। তাক লাগাচ্ছে প্যান্ডেল, প্রতিমা থেকে আলোকসজ্জা।
গোটা উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বরাবর চোখ ধাঁধানো কালীপুজো হয়ে থাকে। এবারও তার অন্যথা হয়নি। মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে ধূপগুড়ির এসটিএস ক্লাব। এবার তাদের পুজোর ৫৫ বছর। ধূপগুড়ির কলেজপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের থিম ‘আমার মাটির ঘরে মা’। সুহৃদ সংঘ পাঠাগার তাদের থিম হিসেবে তুলে ধরেছে ‘ইন্দ্রপুরী’। এভারগ্রিন ক্লাবের ‘কৈলাসযাত্রা’ থিম সাড়া ফেলেছে। বৈরাতিগুড়ি সর্বজনীনের থিম ‘মহাতীর্থ মহাকুম্ভ’। বিধান সংঘ আমেদাবাদে বিমান দুর্ঘটনাকে কালীপুজোর থিম করেছে। ইয়ং অ্যাসোসিয়েশনের মণ্ডপে সবুজায়নের বার্তা। নেতাজিপাড়া কালচারাল ক্লাব তৈরি করেছে মীনাক্ষী মন্দির। দু’নম্বর ব্রিজ ঢাংঢিং সর্বজনীনের থিম পহেলগাঁওয়ে জঙ্গি হামলা।
জলপাইগুড়ির অন্যতম বিগবাজেটের পুজো নবারুণ সংঘের। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে এবার মণ্ডপ নির্মাণ করেছে তারা। নবারুণকে টেক্কা দিতে চেষ্টার খামতি রাখেনি আর এক বিগবাজেটের পুজো কমিটি দাদাভাই সংঘ। রাজস্থানের জয়পুরের শিসমহলের আদলে তৈরি হয়েছে এখানকার মণ্ডপ। প্যান্ডেলের পুরোটাই কাচের তৈরি। প্রতিমাও কাচের। গঙ্গারামপুরের প্রতিমাশিল্পী বিপ্লব পাল মণ্ডপেই প্রতিমা তৈরি করেছেন। মণ্ডপসজ্জায় মালদহের শিল্পীরা। আলোকসজ্জা চন্দননগরের।
পিছিয়ে নেই জলপাইগুড়ির সংঘশ্রী ক্লাব কিংবা উদয়ন সংঘ বা যুব ঐক্য। সংঘশ্রীর পুজোর এবার ৭৫ বছর। তাদের থিম ‘ভাঙতে ভাঙতে সৃষ্টি’। কয়েক টন ভাঙা কাচ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে হোমিওপ্যাথি ওষুধের শিশি ও নেলপালিশের শিশি। এখানকার প্রতিমাশিল্পী জলপাইগুড়ির কৃষ্ণ পাল। কলেজপাড়ায় আনন্দচন্দ্র কলেজের মাঠে উদয়ন সংঘের থিম ‘সৃজন’। শালপাতার বাটি, ধুধুলের খোসা, নারকেলের ছোবড়া, দড়ি, বটপাতা, তালপাতার পাখা, কতবেলের খোল, চট দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। যুব ঐক্যের এবারের থিম ‘গ্রামবাংলা কালী মা’।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জেও এবার নজরকাড়া কালীপুজো। এখানকার ডায়মন্ড ক্লাবের এবারের থিম ‘পুরুষের কষ্ট ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য’। এখানকার বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের ধাঁচে প্রতিমা। ধূপগুড়ির এসটিএস ক্লাবের মণ্ডপ। - নিজস্ব চিত্র।