• ভূত চতুর্দশী তিথিতে পঞ্চমুণ্ডির আসনে পূজিত হলেন মহাকালী
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ভূত চতুর্দশী তিথিতে পঞ্চমুণ্ডির আসনে তন্ত্রমতে পূজিত হলেন মহাকালী। রবিবার বিকেল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে পুজো। দেওয়া হয় পাঁঠা বলি। এই রীতি মেনেই ইংলিশবাজার ব্যায়াম সমিতিতে ৯৬ বছর ধরে হয়ে আসছে দশ মাথা, দশ হাত ও দশ পা বিশিষ্ট মহাকালীর পুজো। 

    সমিতির সম্পাদক শুভ্রাংশু দাস বলেন, চতুর্দশী তিথিতে দুপুর থেকে মহাকালীর পুজো শুরু হয়। আমাদের মহাকালীর দশটি মাথা, দশটি হাত এবং দশটি পা। 

    ১৯৩০ সালে অবিভক্ত বাংলায় ব্রিটিশদের অত্যাচার ক্রমশ বাড়ছিল। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রয়োজন ছিল যুব সমাজকে। তার জন্য জরুরি শারীরিক সক্ষমতা। তাই তৎকালীন বাংলা প্রেসিডেন্সির মালদহে জনাকয়েক বিপ্লবী মানসিকতার যুবক সংঘবদ্ধ হলেন। তাঁদের ভাবনা থেকেই তৈরি ইংলিশবাজার ব্যায়াম সমিতি। ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াই জোরদার করতে নিয়মিত শুরু হল শরীরচর্চা, লাঠি খেলা, কুস্তি। তার সঙ্গে শুরু হয় শক্তির আরাধনা। ইংলিশবাজার ব্যায়াম সমিতির পুজো এবছর ৯৫ বছরে পদার্পণ করল। 

    সাধারণত অমাবস্যার রাতেই মা কালীর পুজো করা হয়। কিন্তু এখানে মহাকালীর পুজোর রীতি একটু আলাদা। উদ্যোক্তারা জানান, মা কালী এখানে মহাকালী চতুর্দশীতে আবির্ভূত হয়েছিলেন। সেই রীতি অক্ষুণ্ণ রেখে নয় দশকের বেশি সময় চতুর্দশীতে মায়ের পুজো হয়। 

    এদিন দুপুরে শোভাযাত্রার আয়োজন করে ঢাক, ঢোল বাজিয়ে মহাকালীর প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে। মহাকালীকে এখানে তন্ত্রমতে পুজো করা হয়। পঞ্চমুণ্ডির আসনে তন্ত্রমতে দীক্ষিত তিনজন সাধক একসঙ্গে মহাকালীর পুজো করেন। দেওয়া হয় পাঁঠা বলিও। শুভ্রাংশু আরও বলেন, আমাদের মহাকালীর আসনটি পঞ্চমুণ্ডির। থাকে যজ্ঞের বিশাল আয়োজন।

    ব্যায়াম সমিতির মহাকালী পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করা হয় বিশাল নরনারায়ণ সেবা। ভাইফোঁটা শেষে ভালো দিন দেখে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে, মন্দিরে রেখে দেওয়া হয় মহাকালীর বেদি। সেখানেই সারা বছর পুজো হয় মায়ের।  মণ্ডপের পথে ইংলিশবাজার ব্যায়াম সমিতির মহাকালী প্রতিমা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)