• আজীবন শয্যাশায়ী করে দিতে পারে ডিজে বক্সের আওয়াজ
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • ডাঃ অভীক জানা (ইএনটি বিশেষজ্ঞ):

    আজকাল শহর হোক কিংবা গ্রাম—সব জায়গায় দৈত্যাকার বক্স লাগিয়ে হৃদয়বিদারক আওয়াজে অনুষ্ঠান সম্পন্ন করা একটা রেওয়াজ হয়ে গিয়েছে। একটা দু’টো নয়, ন্যূনতম ১০-১৫ খানা বক্স চালিয়ে উন্মত্ততা নজরে পড়ে। এইসব বক্স থেকে বীভৎস পরিমাণে যে আওয়াজের সৃষ্টি হয়, সেটা ৫০ ঊর্ধ্ব মানুষ ও শিশু সহ সব শ্রেণির মানুষের পক্ষেই সহ্য করা অত্যন্ত কষ্টকর। পাশাপাশি সাংঘাতিকভাবে স্বাস্থ্য হানিকর। 

    ডিজে বক্সের আওয়াজ অত্যন্ত উচ্চ অ্যাম্পলিচিউডের হয়। যেটা আমাদের সবচেয়ে আগে বুকে ও কানে ধাক্কা মারে। আমাদের কানের পর্দা এবং কানের স্নায়ু নির্দিষ্ট কিছু ধরনের আওয়াজ সহ্য করতে পারে। তার বেশি হলে প্রচন্ড ক্ষতি হয়। ৯০ ডেসিবেলের উপর যে কোনও আওয়াজ আমাদের কানের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এই ক্ষতি দু’ভাবে সাধিত হতে পারে। এক, পর্দার। দুই, স্নায়ুতন্ত্র। কানের পর্দা ও স্নায়ু ভীষণভাবে স্পর্শকাতর। তীব্র আওয়াজ সেগুলিকে কমজোরি করে দিতে পারে। কানের স্নায়ু শরীরের ভারসাম্য বজায় রাখতে অন্যতম ভূমিকা নেয়। সেটা যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়, তা হলে সাংঘাতিকভাবে মাথা ঘোরাতে থাকে। যে কারও পক্ষে উঠে দাঁড়িয়ে চলাফেরা করা দুষ্কর হয়ে যায়। সবচেয়ে চিন্তার বিষয় যেটা তা হল,  কানের স্নায়ু একবার কমজোরি হয়ে পড়লে সেটা ঠিক হতে কতদিন সময় লাগবে, সেটা কারও পক্ষে বলা সম্ভব নয়। কয়েক মাস থেকে কয়েক বছর হতে পারে। এরকম অসংখ্য রোগী আমার কাছে এসেছেন ও আসেন, যাঁরা মাত্রাতিরিক্ত আওয়াজের অত্যাচারে কালা হয়ে গিয়েছেন। কানে কিছু শুনতে পান না। পাশাপাশি শরীরের ভারসাম্য হারিয়ে মাসের পর মাস এমনকী, বছরের পর বছর শয্যাশায়ী হয়ে পড়েছেন।

    এবার আসি, আমাদের হৃদযন্ত্র বা হার্টের উপর ডিজে বক্সের কুপ্রভাবের কথায়। যাঁরা হার্টের সমস্যায় ভুগছেন অথবা হাই প্রেসারের সমস্যা রয়েছে তাঁরা বিকট আওয়াজের ধাক্কায় অস্থির হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন বা পড়তে পারেন। প্রেসার ভীষণভাবে বেড়ে গিয়ে ও বিরক্তিতে হার্ট অ্যাটাকও হয়েছে। এমন ভুরিভুরি উদাহরণ রয়েছে। যাঁদের ব্রেনে একবার স্ট্রোক হয়েছে, তাঁদের পক্ষেও এই ধরনের পরিত্রাহী আওয়াজ জীবনে বিভীষিকা ডেকে আনতে পারে। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রেও ডিজের আওয়াজ ভয়ংকর বিপজ্জনক। 

    তাই, আমি একজন চিকিৎসক হিসেবে সবার কাছে আর্জি রাখছি, অবিলম্বে এই ধরনের নিম্ন রুচির এবং সমাজের পক্ষে ক্ষতিকর ডিজে বক্স ব্যবহার বন্ধ করুন। সময় এসেছে, সমস্ত সাধারণ মানুষের জনমত গড়ে তোলার। প্রয়োজনে আইন তৈরি করে এমন উচ্ছৃশৃঙ্খল আচরণে রাশ টানা উচিত। আগামী প্রজন্মের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের।  পরিবেশ দপ্তর, প্রশাসন এবং পুলিশও সেই দায়িত্ব এড়াতে পারে না। তারাও চেষ্টা করুক, এরকম দানবীয় অত্যাচার থেকে সমাজকে মুক্তি দিতে। 
  • Link to this news (বর্তমান)