মেদিনীপুরে ৪০০ বছরের প্রাচীন কাঁথ কালীর পুজো ঘিরে উন্মাদনা
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর শহরে শ্রীশ্রী কাঁথ কালী মাতার পুজো ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে। এই পুজো প্রায় ৪০০বছরের প্রাচীন। শনিবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওইদিন পুজো কমিটির তরফে বস্ত্রদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে মা কালীকে খুঁজতে বেরিয়েছিলেন ডায়মন্ড হারবারের নুনগোলার বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায়। বহু চেষ্টার পুর মেদিনীপুর শহরের মীরবাজার এলাকায় দেওয়াল খুঁড়েই মা কালীর প্রতীক চিহ্ন খুঁজে পান তিনি। পরে চুন-সুড়কির দেওয়ালে দেবীর মূর্তি তৈরি করা হয় ঠিকই, কিন্তু প্রাচীন ভগ্ন দেওয়াল থেকে কালীমূর্তিকে আলাদা করা যায়নি। মূলত দেওয়ালে দেবীর মূর্তি থাকায় নাম দেওয়া হয় কাঁথ কালী।
পুজো কমিটির সভাপতি আশিসকুমার মণ্ডল ও সম্পাদক জয়দেব দাস বলেন, মা খুবই জাগ্রত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পুজো দেখতে আসেন।
প্রায় ৪০০বছরের প্রাচীন এই পুজো ঘিরে মেদিনীপুর শহরবাসীর আবেগ রয়েছে। গত ১০বছরে পুজোর জাঁকজমক বেড়েছে। সোমবার সন্ধ্যায় প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার পর পুজো শুরু হবে। মঙ্গলবার সকালে ভোগপ্রসাদ বিতরণ করা হবে। পূজার্চনার পাশাপাশি আয়োজকদের তরফে রক্তদান, স্বাস্থ্যশিবির সহ নানা সমাজকল্যাণমূলক কাজ করা হয়। এর আগে করোনা সঙ্কটেও তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। পুজো কমিটির কোষাধ্যক্ষ সুমনজিৎ দে ও উপদেষ্টা কমলকৃষ্ণ নাগ বলেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করি।-নিজস্ব চিত্র