কালীপুজোর আগের দিনই দূষণে ৩ মেগাসিটিকে টেক্কা আসানসোলের
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
সুমন তিওয়ারি আসানসোল:
কালীপুজোর আগের দিনই দূষণে মুখ ঢাকল আসানসোল, রানিগঞ্জ। যা পরিস্থিতি, তাতে আজ, সোমবার কালীপুজোর দিন শিল্পাঞ্চলের বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের কাছে। রবিবার বিকেল চারটের সময়ে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পোর্টালে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে আসানসোলের একিউআই ১৭৩, অর্থাৎ মডারেট। এই দূষণের জেরে সমস্যায় পড়বেন ফুসফুস, হার্ট ও অ্যাজমার রোগীরা। মূলত সুক্ষ্ণ ধূলিকণা অর্থাৎ ‘পার্টিকুলেট ম্যাটার’ বা ‘পিএম’ ২.৫-এর বেশি হওয়ার জন্যই এই পরিস্থিতি বলে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, কালীপুজোর আগের দিনের বায়ু দূষণে তিন মহানগর কলকাতা, মুম্বই ও চেন্নাইকে টেক্কা দিয়েছে খনিশহর আসানসোল। জানা গিয়েছে, এদিন কলকাতার একিউআই ছিল ১০৬, যা আসানসোলের থেকে ৬৭ কম। চেন্নাইয়ের একিউআই ১০৭ ও মুম্বইয়ের একিউআই ১৫৫। তিনটি মহানগরেরই বাতাসের গুণমান মডারেট হলেও পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, তিন শহরের থেকে দূষণে এগিয়ে আসানসোল। এমনকী ব্যারাকপুর, হাওড়া শিল্পাঞ্চলের থেকেও দূষণ অনেক বেশি আসানসোলে। ওই দুই শহরের একিউআই যথাক্রমে ৯৭ ও ১১৮। কালীপুজোর আগের রাতে ব্যারাকপুরে বাতাসের গুণমান সন্তোষজনক, যা যথেষ্ট তৎপর্যপূর্ণ।
আসানসোলের পাশাপাশি রানিগঞ্জে শহরের দূষণও পরিবেশপ্রেমীদের চিন্তায় রেখেছে। রানিগঞ্জের টিডিবি কলেজে বাতাসের গুণমান যাচাইয়ের একটি স্টেশন রয়েছে। সেখানেই একিউআই মান দেখা গিয়েছে ১৮৪, পাশের শহরের মহাবীর কোলিয়ারি এলাকায় একিউআই ছিল ১৮৮। দু’টিই আসানসোলের সব স্টেশনের গড় একিউআইয়ের থেকে বেশি। তুলনায় স্বস্তিতে রয়েছে পশ্চিম বর্ধমানের আর এক মেগা সিটি দুর্গাপুর। কেন্দ্রীয় সংস্থার পোর্টালের তথ্য অনুযায়ী, দুর্গাপুরের একিউআই ৯২। যা গুণমানের বিচারে সন্তোষজনক।
সোমবার কালীপুজোর দিনে আসানসোলের দূষণ কোন মাত্রায় পৌঁছবে, তা নিয়ে শিল্পাঞ্চলবাসীরা অনেকেই উদ্বেগে। রবিবার রাত থেকে সোমবার দিনরাত বাজি ফাটানোর রেওয়াজ রয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ বাজিও প্রবেশ করেছে। সেই ধোঁয়া কী পরিস্থিতি সৃষ্টি করেই সেটাই দেখার। যদিও পুলিশের দাবি, নিষিদ্ধ বাজি উদ্ধারে তাঁরা তৎপর। ডিসি(সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, শুধুমাত্র আমার জোনেই ২০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্বার করেছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
যদিও রাজধানী দিল্লির দূষণকে টেক্কা দিতে পারেনি আসানসোল। দিল্লিতে রবিবার একিউআই ছিল ২৯৬। যার গুণমানের বিচারে ‘পুওর’। অর্থাৎ বাইরে দীর্ঘক্ষণ থাকলে শ্বাসকষ্টের সমস্যা হবে। তবে এক্ষেত্রে দিল্লিকে টেক্কা দিয়েছে যোগীরাজ্যের গাজিয়াবাদ, নয়ডা। গাজিয়াবাদের একিউআই ৩৩৩, গুণমানে যা ‘ভেরি পুওর’। নয়ডার একিউআই ৩২৯। শুধু এই দুই শহরই নয়, উত্তরপ্রদেশের বেশিরভাগ বড় শহরের দূষণের মাত্রা অতিরিক্ত। বাংলা সহ অন্যান্য রাজ্যের তুলনায় তাঁদের অবস্থা অনেক বেশি উদ্বেগজনক। বুলডোজার নিয়ে রাজনীতি করা যোগী আদিত্যনাথ কি দূষণ সৃষ্টিকারীদের প্রতি নরম? উঠছে প্রশ্ন।