• তমলুক ও নন্দকুমারে রবিবার একঝাঁক কালীপুজোর উদ্বোধন, হাজির হেভিওয়েটরা
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: শক্তিদেবীর আরাধনা ঘিরে উৎসবে মাতোয়ারা তমলুক ও নন্দকুমার। রবিবার একঝাঁক কালীপুজোর উদ্বোধন হয়। সেইসঙ্গে সন্ধ্যার পর থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এদিন তমলুক শহরে ব্রাইট স্টার, আগমনি, বয়েজ স্পোর্টিং, কিশোর সংঘ ও নিউ স্পোটিং সহ একগুচ্ছ পুজোর উদ্বোধন হয়। পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, ভাইস চেয়ারপার্সন লীনা মাভৈ সহ অনেকেই ব্রাইট স্টার, আগমনি ও বয়েজ স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন। বিধায়ক সৌমেন মহাপাত্র রাখাল মেমোরিয়াল ময়দানের গেটে কিশোর সংঘ এবং শঙ্করআড়ায় নিউ স্পোটিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন। এদিন নন্দকুমারের আলেয়া ক্লাবের পুজো উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নন্দীশানন্দ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্যরা।

    কালীপুজোর মণ্ডপ দেখতে রবিবার থেকেই ভিড় জমতে শুরু হয়েছে। তমলুকের নিমতৌড়ি থেকে শহরের হাসপাতাল মোড়, রাখাল মেমোরিয়াল ময়দান সহ নানাপ্রান্তে দর্শনার্থীরা ভিড় জমান। আজ, সোমবার থেকেই তমলুক শহরে বিগ বাজেটের পুজো মণ্ডপ ঘিরে লক্ষ মানুষের সমাগম হতে চলেছে। চার-পাঁচদিন ধরে অনুষ্ঠান এবং প্যান্ডেল হপিং চলবে। শহরের হাসপাতাল মোড়ে ফাইভ স্টার সহ একাধিক পুজো কমিটি মুম্বই এবং কলকাতার নামী শিল্পীদের এনে ধামাকা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। 

    রবিবার সন্ধ্যার পর তমলুক শহরের হাসপাতাল মোড়, মানিকতলা, বেনেপুকুর, শালগেছিয়া, কলেজ মোড় সহ প্রতিটি জায়গায় পুজো মণ্ডপ ঘিরে রঙিন আলোর রোশনাই। হাসপাতাল মোড় এলাকায় যেন আলোর বন্যা বইছে। আজ, সোমবার কালীপুজো উপলক্ষ্যে চিরাচরিত প্রথা মেনে সুসজ্জিত শোভাযাত্রা বের করে বিভিন্ন পুজো কমিটি বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দিতে যাবে। মায়ের কাছে পুজো দিয়ে ‘অনুমতি’ নিয়ে নিজেরা পুজোয় শামিল হবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে। পুজো উপলক্ষ্যে বর্গভীমা মায়ের মন্দিরেও ভক্তদের বিপুল ভিড় হবে। সেজন্য সবরকম প্রস্তুতি সেরে রাখছে মন্দির কর্তৃপক্ষ।

    তমলুক শহরে অধিকাংশ বিগ বাজেটের পুজো কমিটি এবার রকমারি থিমের মণ্ডপ সাজিয়েছে। এই থিম দেখতে শুধু পূর্ব মেদিনীপুর নয়, আশপাশের জেলা থেকেও হাজার হাজার মানুষের ভিড় জমে। হাসপাতাল মোড় থেকে শহরের বাদামতলায় উত্তরায়ণ ক্লাব পর্যন্ত চারটি বিগ বাজেটের পুজো মণ্ডপ দেখতে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। লক্ষ মানুষের ভিড়ের প্রতীক্ষায় প্রহর গুণছে তমলুক। তমলুকের ভিড়কে চ্যালেঞ্জ জানাতে তৈরি নন্দকুমারও।
  • Link to this news (বর্তমান)