• পুরুলিয়া মেডিকেলে পড়ুয়াদের জন্য আসন সংখ্যা বাড়ল ৫০টি
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: চলতি শিক্ষাবর্ষে পুরুলিয়ার দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এমবিবিএসএ আসন সংখ্যা বাড়ল। কলেজ সূত্রে খবর, মোট ৫০টি আসন বেড়েছে। ফলত মেডিকেল কলেজে এবার আসন সংখ্যা ১০০ থেকে বেড়ে ১৫০ হল। কলেজ কর্তৃপক্ষের দাবি, দ্রুত প্রতিটি আসনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এমএসভিপি সুকমল বিষই বলেন, অন্যান্য মেডিকেল কলেজের পাশাপাশি আমাদের কলেজের আসন সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আগে ১০০টি আসন ছিল। এবার আরও ৫০টি আসন বাড়ল। এতে ডাক্তারি পড়ুয়ারা যথেষ্টই উপকৃত হবেন। চলতি শিক্ষাবর্ষেই বাড়তি ৫০টি আসনেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

    চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস এ রাজ্যে মোট ৫৭৫টি আসন বেড়েছে। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০টি মেডিকেল কলেজের আসন সংখ্যা বেড়েছে। সেই তালিকায় রাজ্যের পাঁচটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। তারমধ্যে অন্যতম পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এছাড়াও রামপুরহাট, রায়গঞ্জ, কোচবিহার এবং কল্যাণী মেডিকেল কলেজের আসন সংখ্যাও বেড়েছে। পুরুলিয়ার মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আসন সংখ্যা বৃদ্ধির আবেদন জানিয়ে প্রায় ছ’মাস আগে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছিল। অবশেষে ছাড়পত্র পাওয়া গেল। এক ধাপে আসন সংখ্যা বাড়ল ৫০টি। ২০২০ সাল থেকে পুরুলিয়ার এই মেডিকেল কলেজে ১০০টি আসন নিয়ে এমবিবিএস কোর্স চালু হয়েছিল। কলেজ সূত্রে জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষে ইতিমধ্যে ১০০টি আসনে এমবিবিএস এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১০০ সিটের নিরিখে ফার্স্ট ও সেকেন্ড কাউন্সেলিং হয়ে গিয়েছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন করে বৃদ্ধি পাওয়া ৫০টি আসনেও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। কর্তৃপক্ষের দাবি, তৃতীয় দফার কাউন্সেলিং পর্বে ওই ৫০টি আসনের ভর্তি প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।

    তবে, শুধু আসন বৃদ্ধি নয়, দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে ক্ষেত্রে দু’জন অ্যানাস্থেটিস্ট ও একজন রেডিওলজিস্ট যোগ দিতে চলেছেন বলেও জানা গিয়েছে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মতো তাঁরা দ্রুত কাজে যোগ দেবেন। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, নির্দিষ্ট বিভাগে লোকবলের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে সদর ক্যাম্পাস থেকে হাতুয়াড়াতে বিভিন্ন বিভাগ স্থানান্তরণ প্রক্রিয়া শুরু হতেই দু’টি বিভাগে বাড়তি তিনজন বিশেষজ্ঞ যোগ দিতে চলেছেন। সুকমলবাবু বলেন, স্বাস্থ্যদপ্তরের অনুমোদন ক্রমে আমরা দু’জন অ্যানাস্থেটিস্ট ও একজন রেডিওলজিস্ট পেতে চলেছি। ফলত কিছুটা হলেও চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন হবে।
  • Link to this news (বর্তমান)