• রামপুরহাট ও বোলপুর শহরে সভাপতি বদল করল তৃণমূল
    বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি ও সংবাদদাতা, রামপুরহাট: কালীপুজোর আগে বীরভূম জেলা তৃণমূলে সাংগঠনিক রদবদল হল। মাসখানেক আগে রদবদল সংক্রান্ত সাংগঠনিক আলোচনা হয়েছে। তারপর থেকে কবে রদবদলের তালিকা প্রকাশিত হবে সেদিকেই তাকিয়েছিলেন জেলার নেতারা। অবশেষে রবিবার সেই তালিকা প্রকাশিত হল। বোলপুর, রামপুরহাট শহর সহ বেশকিছু ব্লকে রদবদল হয়েছে। তবে যে সিউড়ি-২ ব্লকে ‘পরিবর্তন’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছিল জেলার রাজনীতিতে, তাতে কার্যত জল ঢেলে দিল রাজ্য নেতৃত্ব। ব্লক সভাপতি পদে বহাল রইলেন নুরুল ইসলামই। 

    মাসখানেক আগে কলকাতায় জেলার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি। বৈঠক সূত্রের খবর, তাঁদের সামনেই সিউড়ি-২ ব্লকের সভাপতি পরিবর্তন নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে। পরিবর্তনের পক্ষে ছিলেন কেষ্ট। কাজল অবশ্য দাঁড়িয়েছিলেন নুরুলের পাশেই। পরবর্তীতে ঠিক হয়, সিউড়ি-২ ব্লক নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য নেতৃত্বই নেবে। এদিনের তালিকায় অবশ্য কোনও পরিবর্তন না দেখতে পেয়ে হতাশ সিউড়ি-২ ব্লকের কেষ্ট শিবিরের নেতারা। কেষ্ট ‘ঘনিষ্ঠ’ ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল কিছুটা হতাশার সুরেই বলেন, দল যা ভালো বুঝেছে তাই করেছে। কী আর বলব। ফের ব্লক সভাপতি করায় গোষ্ঠীকোন্দল কী আরও বাড়বে? নুরুল বলেন, ব্লকে কোন্দল নেই। গত কয়েকমাস ধরে বোলপুর থেকে ব্লকে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। তবে সবাইকে নিয়েই চলার চেষ্টা করব। ব্লক থেকে সর্বোচ্চ লিড দেব।

    রামপুরহাট শহর সভাপতি পদে শহরের ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে আনা হল ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শতাব্দী রায় ঘনিষ্ঠ অর্ণব গঙ্গোপাধ্যায়কে। একইসঙ্গে শহর সহ সভাপতি করা হয়েছে ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়নাথ সাউ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের স্বামী অনিন্দ্যকুমার সাহাকে। এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর জিম্মি সাহেবকে জেলা সহ সভাপতি করা হয়েছিল। নতুন তালিকায় তাঁকে পুনরায় সেই পদ দেওয়া হয়েছে। এনিয়ে জিম্মি সাহেব বলেন, দল যা দায়িত্ব দিয়েছে তাতে খুশি। দলের সংগঠন শক্তিশালী করব। অর্ণববাবু বলেন, দলের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠন ঢেলে সাজব। একইভাবে শহরের প্রাক্তন সভাপতি সুশান্ত মুখোপাধ্যায়কে জেলা সম্পাদক ও রামপুরহাট-১ ব্লকের সহ সভাপতি সৈয়দ মইনুদ্দিন হোসেনকে জেলা সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা সহ সভাপতির পদ থেকে বাদ পড়েছেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। বোলপুরের শহর সভাপতি পদে সুকান্ত হাজরাকে সরিয়ে সুব্রত হাজরা ওরফে ডালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুকান্তকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।

    ময়ূরেশ্বর-২ ব্লকের সভাপতি ছিলেন প্রমোদ রায়। নতুন তালিকায় তাঁকে রেখে জয়েন্ট কনভেনর করা হয়েছে উলকুণ্ডা অঞ্চলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সামসুল আলমকে। ময়ূরেশ্বর-১ ব্লকের মহিলা সভাপতির পদ থেকে কল্যাণী লেটকে সরিয়ে পরশমণি মুমর্কে আনা হয়েছে। 

    দীর্ঘদিন ধরে নলহাটি-২ ব্লকের কোনও সভাপতি নেই। জেলা কোর কমিটি পাঁচজনের কমিটি গড়ে দিয়েছিল। নতুন তালিকায় পাঁচজনের কমিটিই থাকল। এছাড়াও জেলার মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের পদে একাধিক রদবদল হয়েছে।
  • Link to this news (বর্তমান)