হাওড়া বাসস্ট্যান্ডে বেহাল শেড থেকে খসে পড়ল কংক্রিটের চাঙড়! অল্পের জন্য রক্ষা
বর্তমান | ২০ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার দুপুরে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে একটি কংক্রিটের শেডের উপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শেডের নীচে বাস দাঁড়িয়ে থাকলেও ছুটির দিন হওয়ায় এদিন সেখানে খুব একটা ভিড় ছিল না। ফলে অল্পের জন্যই রক্ষা পেয়েছেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ। বাসস্ট্যান্ডের শেডগুলোর দ্রুত মেরামতি নিয়ে কেএমডিএ-কে চিঠি দিয়েছে হাওড়া পুরসভা।
হাওড়া বাসস্ট্যান্ডে ১ নম্বর সাবওয়ের কাছেই কংক্রিটের শেডের নীচে দাঁড়িয়ে থাকে হাওড়া গ্রামীণ রুটের বেসরকারি বাসগুলো। মূলত আমতা, রানিহাটি, জঙ্গলপুর, জয়পুর, ঝিখিরাগামী বাসগুলো এখান থেকেই ছাড়ে। এদিন দুপুর ১টা নাগাদ ছাদের বেশ অনেকটা অংশ আচমকা ভেঙে পড়ে। বড়ো বড়ো চাঙড় খসে পড়ায় মেঝেতে রীতিমতো গর্ত হয়ে যায়। স্থানীয় বিক্রেতা ও বাস ড্রাইভারদের দাবি, রবিবার হওয়ায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যান্য দিন এই শেডের নীচেই বহু মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। কারও মাথায় চাঙড় খসে পড়লে মৃত্যু অবধারিত ছিল।
বাস গুমটির কর্মী পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘মাঝেমধ্যেই উপর থেকে চাঙড় খসে পড়ে। মাসখানেক আগে একজন কন্ডাক্টর মাথায় গুরুতর আঘাত পান। বছরের পর বছর ধরে শেডের বিপদজনক হাল হয়ে রয়েছে। প্রশাসন নজর দেয় না।’ এদিকে, দুর্ঘটনার পর শেডের উপরের অংশ থেকে বড়ো বড়ো লোহার রড বেরিয়ে এসেছে। আর সেগুলো বেয়ে ঝুলতে থাকা কংক্রিটের আস্তরণগুলো বিপদের ঝুঁকি বাড়িয়ে তুলেছে কয়েকগুণ।
এদিন বাসস্ট্যান্ডে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় গোলাবাড়ি থানার পুলিশ। ওই জায়গায় আপাতত বাস না দাঁড় করানোর জন্য কন্ডাক্টর ও ড্রাইভারদের নির্দেশ দিয়েছে পুলিশ। তবে যেকোনও মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘বাসস্ট্যান্ডের সংস্কারের দায়িত্ব কেএমডিএর। যাতে তাদের ইঞ্জিনিয়াররা শীঘ্রই এলাকা পরিদর্শন করেন এবং বিপদজনক জায়গাগুলো চিহ্নিত করে মেরামতির কাজ শুরু করেন, সেজন্য লিখিতভাবে জানানো হয়েছে।’ নিজস্ব চিত্র