নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে ভাড়া বৃদ্ধি হয়েছিল। পুজো মিটলেও ভাড়া আর কমছে না! শহরের বহু অটো রুটে পুজোর পক্ষকাল পরও ভাড়া পরিবর্তন করা হয়নি। ‘পুজোর রেটে’ই যাত্রী তুলছেন চালকরা। ফলে বাড়তি টাকা খসিয়ে পরিষেবা নিতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা। দুর্ভোগ ও বিরক্তি বাড়ছে মানুষের। উত্তর থেকে দক্ষিণ— কলকাতাজুড়েই ছড়িয়ে রয়েছে এমন উদাহরণ।
পুজোর আগে উত্তর কলকাতায় আহিরীটোলা থেকে উল্টোডাঙা পর্যন্ত অটোর ভাড়া ছিল ২০ টাকা। অভিযোগ, উৎসবের দিনগুলিতে এই রাস্তায় কাটা রুটে যাত্রী তুলতে শুরু করে অটোগুলি। আহিরীটোলা থেকে হাতিবাগান এবং পরবর্তীতে হাতিবাগান থেকে উল্টোডাঙা পর্যন্ত দু’দফায় যাতায়াত করতে হয়েছে যাত্রীদের। দু’টি ক্ষেত্রেই ভাড়া ১৫ টাকা করে। পুজোর কয়েক দিন সকালের দিকে কিছু অটো সম্পূর্ণ রুটে (আহিরীটোলা-উল্টোডাঙা) যাতায়াত করেছিল। কিন্তু সেক্ষেত্রেও ২০-র বদলে ২৫ টাকা করে নেওয়া হচ্ছিল বলে দাবি যাত্রীদের। তাঁদের অভিযোগ, পুজোর পরও ‘পুজোর রেট’ চলছে। আহিরীটোলা থেকে উল্টোডাঙা ২৫ টাকা করেই নেওয়া হচ্ছে। তবে কোনও কোনও ক্ষেত্রে যাত্রীরা প্রতিবাদ জানালে চালকরা পুরনো ভাড়াই নিচ্ছেন বলে খবর।
একই অভিযোগ শিয়ালদহ-বেলেঘাটা অটো রুটেও। এই রুটে পুজোর আগে ভাড়া ছিল ১৭ টাকা। তৃতীয়া থেকেই তা ২০ টাকা করে দেওয়া হয়। কিন্তু এখানেও এক অবস্থা! পুজো মিটলেও ২০ টাকা ভাড়াই চলছে। অরিন্দম মাইতি নামে এই রুটের এক নিত্যযাত্রী বলেন, ‘এক বছরের মধ্যে এই রুটে ৮ টাকা ভাড়া বেড়েছে। এই অটো চালকরাই বলেছিলেন, পুজোর পর ভাড়া কমে যাবে। কিন্তু, কমার তো নামগন্ধই নেই। প্রশ্ন করলে উল্টে শুনতে হচ্ছে, উঠলে উঠুন। নাহলে ছেড়ে দিন।’
বড়বাজার-শিয়ালদহ রুটে পুজোর জন্য ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। সেটাই এখন ‘নিয়ম’ করে ফেলেছেন এই রুটের চালকরা। এই রুটে অনেকেই ভারী লটবহর নিয়ে অটোয় ওঠেন। এঁদের সিংহভাগই ছোট ব্যবসায়ী। অমিত তলাপাত্র নামে এক ব্যাগ বিক্রেতার দাবি, ‘অল্প কিছু মাল থাকলেই ২৫ টাকার ভাড়া বেড়ে হয়ে যায় ৩০-৩৫ টাকা। বেশি টাকা নিলেও পিছনের আসনে তিনজনই তোলেন চালক। কষ্ট করে যেতে হয়। তাও আবার বেশি টাকা দিয়ে।’ একই অবস্থা বেহালাতেও। বেহালা থেকে রাসবিহারী পর্যন্ত অটো ভাড়া ২৮ টাকা। কিন্তু এখন গোটা রুটে কোনও অটো চলছে না। চালকরা বলছেন, রাসবিহারী থেকে তারাতলা পর্যন্ত যেতে হবে। আবার সেখান থেকে অটো বদলে বেহালা যেতে হবে। সব মিলিয়ে খরচ ৪৫ টাকা। যদিও পুজোর আগে এই দূরত্বের জন্য অটো ভাড়া পড়ত ৪০-৪২টাকা।